ফসল
মসুর
পোকার নাম :
জাব পোকা
পোকার অন্য স্থানীয় নামঃ
-
পোকা চেনার উপায়:
-
ক্ষতির লক্ষণ:
পূর্ণবয়ষ্ক ও নিম্ফ উভয়েই টমেটোর পাতা, কচি কান্ড, ফুল ও ফলের কুঁড়ি, বোঁটা এবং ফলের কচি অংশের রস চুষে খায়। গাছ প্রথমে দুর্বল ও পরে হলুদ হয়ে যায়। গাছে ফুল ও ফল অবস্থায় আক্রমণ হলে ফুলের কুঁড়ি ও কচি ফল ঝরে পড়ে। আক্রমণের মাত্রা বেশি হলে কচি ডগা মরে যায়। এছাড়া জাব পোকা এই জাতীয় ফসলে মোজাইক রোগ ছড়ায়।
প্রধান ক্ষতির লক্ষণ:
পাতা, ফুল ও কচি ফলের রস চুষে খায়
দমন ব্যবস্থা:
বিভিন্ন ফসলে জাব পোকা দমনের জন্য একতারা ২৫ ডব্লিউজি কার্যকরী ও অনুমোদিত। (২.৫ গ্রাম একতারা ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতাংশ জমিতে ভালভাবে গাছ ভিজিয়ে সেপ্র করুন।)
ফসলের যে পর্যায়ে আক্রমণ করে :
কুশি , পূর্ণ বয়স্ক
ফসলের যে অংশে আক্রমণ করে :
আগা , পাতা , ফল , ফুল
পোকামাকড় জীবনকাল :
লার্ভা , পূর্ণ বয়স্ক
পোকামাকড় জীবনকালের যে পর্যায়ে আক্রমন করে :
লার্ভা , পূর্ণ বয়স্ক
তথ্যের উৎস:
কৃষি প্রযুক্তি হাত বই- বিএ আর আই।