ফসল     |  মসুর | 
			       								      পোকার নাম :    |  ফল ছিদ্রকারী পোকা  |  
				  
			      			      			           পোকার অন্য স্থানীয় নামঃ    |   -    | 
				  				  
				   				      পোকা চেনার উপায়:    | কচি পতা, ফুল ও ডগা কীড়ায় আক্রমণ করে। ফল বাড়ার সময়ে কীড়া ফল  ছিদ্র কওে নরম অংশ খায়।
    | 
			     				  				      ক্ষতির লক্ষণ:    |  কচি পতা, ফুল ও ডগা কীড়ায় আক্রমণ করে। ফল বাড়ার সময়ে কীড়া ফল  ছিদ্র কওে নরম অংশ খায়।
    | 
			     				 				    প্রধান ক্ষতির লক্ষণ:     |  -   | 
			     			      
				  				  
			     
			      				     দমন ব্যবস্থা:   |   নিয়মিত জমি পরিদর্শন করে ডিম ও কীড়া সংগ্রহ করে মেরে ফেলা। জৈব বালাইনাশক (নিম্বিসাইড) ব্যবহার করুন। নিয়মিত জমি পরিদর্শন করে পোকার ডিম ও কীড়া সংগ্রহ করে  মেরে ফেলুন।
  | 
				 
			      			      				     ফসলের যে পর্যায়ে আক্রমণ করে  :   | শুরুতে , কুশি , বাড়ন্ত পর্যায় , ফলের বাড়ন্ত পর্যায় 
				 | 
					
			      			      				  
					   ফসলের যে অংশে আক্রমণ করে   :   | 
					কাণ্ড , পাতা , ফল , ফুল 
				 | 
			      	
			      				  
				     পোকামাকড় জীবনকাল  :   | 
					 কীড়া 
				   | 
			      	
			      					   পোকামাকড় জীবনকালের যে পর্যায়ে আক্রমন করে   :  |  
						কীড়া 
					 | 
			      			      			       |   অন্যান্য:   | প্রতি বর্গমিটারে ২টি বা অধীক পোকা দেখা গেলে বিশেষজ্ঞে/ কৃষি এ্যাপস এর পরামর্শ গ্রহন।
  |  
			      
				  			      
			      			         তথ্যের উৎস:  |   কৃষি প্রযুক্তি হাত বই- বিএ আর আই।                       ফসলের বালাই ব্যবস্থাপনা।- মো হাসানুর রহমান।
  
			      |