ফসল     |  বেগুন | 
			       								      পোকার নাম :    |   ডগা ও ফল ছিদ্রকারী  পোকা  |  
				  
			      			      			           পোকার অন্য স্থানীয় নামঃ    |   -    | 
				  				  
				   				      পোকা চেনার উপায়:    |  ছোট আকারের মথ ,   ৮-১২  মি মি লম্বা  সাদা রং এর দুই জোড়া পাখাতে ছিট ছিট  বাদামি দাগ থাকে, স্ত্রী মথ একটু বড় 
    | 
			     				  				      ক্ষতির লক্ষণ:    |  ।  
    | 
			     				 				    প্রধান ক্ষতির লক্ষণ:     |  ডগা ও ফল ছিদ্র করে কুড়ে খায়। আক্রান্ত ডগা  ঢলে পড়ে শুকিয়ে যায় ।  ফলে আক্রমন হলে তা খাওয়ার অনুপযোগী হয়ে যায়   | 
			     			      
				  			          জৈবিক উপায়ে দমন :     | "# অন্তত সপ্তাহে কয়েকবার আক্রান্ত ডগা ও ফল থেকে পোকা  সংগ্রহ করে তা নষ্ট করুন                                                                                                                             # কীটনাশকরে বদলে আলোর ফাঁদ ব্যবহার করুন।                                                                                                  # নিদিষ্ট সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহার করুন
                                                                                          # নিমের পাতা বা ফল বেটে ছেঁকে নির্যাস  ৫-৬ গুন পানিতে মিশিয়ে স্প্রে করুন 
 "
   | 
				  				  
			     
			      				     দমন ব্যবস্থা:   |  "
 আক্রমণ বেশি হলে কৃষি বিশেষজ্ঞের পরামশ, মত অনুমোদিক বালাই নাশক ব্যবহার করুন।"
  | 
				 
			      			      				     ফসলের যে পর্যায়ে আক্রমণ করে  :   | চারা , ফলের বাড়ন্ত পর্যায় 
				 | 
					
			      			      				  
					   ফসলের যে অংশে আক্রমণ করে   :   | 
					ডগা , ফল 
				 | 
			      	
			      				  
				     পোকামাকড় জীবনকাল  :   | 
					 কীড়া 
				   | 
			      	
			      					   পোকামাকড় জীবনকালের যে পর্যায়ে আক্রমন করে   :  |  
						কীড়া 
					 | 
			      			      			      
			      			         তথ্যের উৎস:  |  এ আই এস এবং  মোবাইল এ্যাপস-বি এ আর আই। ফসলের বালাই ব্যবস্থাপনা -মোঃ হাসানুর রহমান
  
			      |