ফসল | বেগুন |
পোকার নাম : | কাটুই পোকা |
পোকার অন্য স্থানীয় নামঃ | কাটুই পোকা |
পোকা চেনার উপায়: | ছোট আকারের মথ , হালকা বাদামি রং এর দুই জোড়া পাখা যুক্ত, নিশাচর। ভিতরের পাখাতে ধুসর শিরা/ জালিকা দেখা যায়। কীড়ার রং বেগুনী থেকে বাদামি বেগুনী।
|
ক্ষতির লক্ষণ: | কীড়া অবস্থায় এই পোকা দিনের বেলা মাটির ফাটলে বা গর্তে লুকিয়ে থাকে।
রাতের বেলা বের হয়ে চারা গাছের গোড়ায় মাটি বরাবর কেটে দেয়।
বেচে থাকার জন্য যা খায় তার চেয়ে বেশি কেটে নষ্ট করে। তীব্র আক্রমণে ক্ষেত প্রায় চারা শূন্য হয়ে পড়ে। |
প্রধান ক্ষতির লক্ষণ: | রাতে চারার গোড়া কেটে ফেলে
|
দমন ব্যবস্থা: | #সকাল বেলায় কেটে দেয়া চারার আশেপাশের মাটি খুড়ে কীড়া সংগ্রহ করে মেরে ফেলুন # আক্রমণ দেখা গেলে সেচ দিন, এবং ক্ষেতের মাটি আলগা করে দিন |
ফসলের যে পর্যায়ে আক্রমণ করে : | চারা , ফলের বাড়ন্ত পর্যায়
|
ফসলের যে অংশে আক্রমণ করে : |
শিকড় , কান্ডের গোঁড়ায়
|
পোকামাকড় জীবনকাল : |
কীড়া
|
পোকামাকড় জীবনকালের যে পর্যায়ে আক্রমন করে : |
কীড়া
|
অন্যান্য: | আক্রমণ বেশি হলে কৃষি বিশেষজ্ঞের পরামর্শমত অনুমোদিক বালাই নাশক ব্যবহার করুন।
|
তথ্যের উৎস: | ফলিত ফসল সংরক্ষন - মকসুদুর রহমান গাজী । ওয়েব সাইট
|