ফসল
বেগুন
পোকার নাম :
কাঁটালে/কাঁঠালে পোকা/ইপিলেকনা বিটল
পোকার অন্য স্থানীয় নামঃ
-
পোকা চেনার উপায়:
বয়স্ক পোকা ডিম্বাকৃতির , হালকা থেকে গাঢ় লাল, ৬-৭ মিলি লম্বা পোকা, উপরের পাখনায় কয়েক জোড়া দাগ থাকে। কীড়ার গায়ের রং হলুদ, চ্যাপ্টা, গায়ে কাঁটা থাকে । দেখতে আনেকটা কাঁঠালের মতো
ক্ষতির লক্ষণ:
প্রধান ক্ষতির লক্ষণ:
দলবদ্ধভাবে আক্রমন করে। আক্রান্ত পাতার সবুজ আংশ খেয়ে জালিকার মত ঝাঁঝরা করে ফেলে।
দমন ব্যবস্থা:
# পাতার নিচে কীড়া / বয়স্ক পোকাসংগ্রহ করে নষ্ট করুন। # নিমের পাতা বা ফল বেটে ছেঁকে নির্যাস ৫-৬ গুন পানিতে মিশিয়ে স্প্রে করুন #শতকরা ১০ ভাগ পাতা পোকা দ্বারা আক্রান্ত হলে প্রতি লিটার পানিতে ডেনিটল/ট্রিবন-১ মিঃলিঃ বা সুমিথিয়ন-২ মিঃলিঃ বা সেভিন ২ গ্রাম মিশিয়ে স্প্রে করা ।
ফসলের যে পর্যায়ে আক্রমণ করে :
বাড়ন্ত পর্যায় , ফলের বাড়ন্ত পর্যায়
ফসলের যে অংশে আক্রমণ করে :
কাণ্ড , পাতা , শিকড়
পোকামাকড় জীবনকাল :
পূর্ণ বয়স্ক , কীড়া
পোকামাকড় জীবনকালের যে পর্যায়ে আক্রমন করে :
কীড়া
অন্যান্য: আক্রমণ বেশি হলে কৃষি বিশেষজ্ঞের পরামর্শমত অনুমোদিক বালাই নাশক ব্যবহার করুন।

তথ্যের উৎস:
ফলিত ফসল সংরক্ষন - মকসুদুর রহমান গাজী । ওয়েব সাইট। http://qais.ml/