ফসল
বেগুন
পোকার নাম :
জ্যেসিড/ শোষক পোকা/ হোপার/ শ্যামা পোকা
পোকার অন্য স্থানীয় নামঃ
-
পোকা চেনার উপায়:
হালকা সবুজ রংয়ের ফড়িং জাতীয় পোকা, পাখার পিছনে কাল দাগ আছে। বাচ্চা ও সবুজ ধরনের।
ক্ষতির লক্ষণ:
প্রধান ক্ষতির লক্ষণ:
কচি পাতার রস চুষে খাওয়ায় পাতা কুকড়ে নিচের দিকে বেকে আসে, পাতা বিবর্ন হয়ে তামাটে রং ধারণ করে ,পরে মারা যায়।
দমন ব্যবস্থা:
" # পোকা দেখা মাত্র তা নিয়ন্ত্রনের ব্যাবস্থা গ্রহন করুন। # পাঁচ গ্রাম পরমিাণ গুড়া সাবান প্রতি লটিার পানিতে মিশিয়ে পাতার নিচের দিকে স্প্রে করুন। # নিমের পাতা বা ফল বেটে ছেঁকে নির্যাস ৫-৬ গুন পানিতে মিশিয়ে স্প্রে করুন #আক্রমণরে হার অত্যন্ত বশেী হলে ম্যালাথয়িন ৫৭ ইসি জাতীয় কীটনাশক (প্রতি লটিার পানিতে ২ মিলি পরমিাণ) স্প্রে করুন । অথবা এডমায়ার ২০০ এস এল (প্রতি লটিার পানিতে ০.৫ মিলি পরমিাণ) স্প্রে করুন ।জেসিড দমনের জন্য আঠালো হলুদ ফাঁদ ব্যবহার করুন । "
ফসলের যে পর্যায়ে আক্রমণ করে :
চারা , ফলের বাড়ন্ত পর্যায়
ফসলের যে অংশে আক্রমণ করে :
পাতা , ডগা , কচি পাতা
পোকামাকড় জীবনকাল :
লার্ভা , পূর্ণ বয়স্ক
পোকামাকড় জীবনকালের যে পর্যায়ে আক্রমন করে :
পূর্ণ বয়স্ক
অন্যান্য: " আক্রমণ বেশি হলে কৃষি বিশেষজ্ঞের পরামশ মত পতার নিচের দিকে অনুমোদিক বালাই নাশক ব্যবহার করুন।"

তথ্যের উৎস:
ফলিত ফসল সংরক্ষন - মকসুদুর রহমান গাজী । ওয়েব সাইট। http://qais.ml/