ফসল
বেগুন
পোকার নাম :
পাতা মোড়ানো পোকা
পোকার অন্য স্থানীয় নামঃ
-
পোকা চেনার উপায়:
বাদামি রংয়ের একধরনের মথ ।
প্রধান ক্ষতির লক্ষণ:
ডিম থেকে কীড়া বের হয়ে লালা দিয়ে কচি পাতা লম্বা লম্বি ভাবে মুড়িয়ে ফেলে । পাতা খুললে ভিতরে কীড়া পাওয়া যায়। মুড়ানো পাতা শুকিয়ে ঝরে পড়ে ।
জৈবিক উপায়ে দমন :
# আক্রান্ত পাতা পোকা সহ সংগ্রহ করে ধ্বংস করা। #আক্রমণ বেশি হলে ম্যালাথিয়ন বা সুমিথিয়ন ২ মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করুন।
ফসলের যে পর্যায়ে আক্রমণ করে :
বাড়ন্ত পর্যায় , ফলের বাড়ন্ত পর্যায়
ফসলের যে অংশে আক্রমণ করে :
পাতা , কচি পাতা
পোকামাকড় জীবনকাল :
কীড়া
পোকামাকড় জীবনকালের যে পর্যায়ে আক্রমন করে :
কীড়া
তথ্যের উৎস:
ফলিত ফসল সংরক্ষন - মকসুদুর রহমান গাজী । ওয়েব সাইট। http://qais.ml/ ফসলের বালাই ব্যবস্থাপনা -মোঃ হাসানুর রহমান দক্ষিণাঞ্চলের উপযোগী কৃষি প্রযুক্তি- বি এ আর সি