ফসল
বেগুন
পোকার নাম :
জাব পোকা
পোকার অন্য স্থানীয় নামঃ
-
পোকা চেনার উপায়:
পূর্নাঙ্গ পোকা এবং বাচ্চা উভয় ই দেখতে ছোট আকৃতির, নরম, বাদামি অথবা বাদামি কাল রঙের । দলবদ্ধ ভাবে থাকে। দেহের পিছনে উভয় দিকে একজোড়া কালো নল আছে।
প্রধান ক্ষতির লক্ষণ:
পূর্নাঙ্গ পোকা এবং বাচ্চা গাছের পাতা, কচি কাণ্ড, ফুল ও ফলের কুঁড়ি, বোটা এবং ফলের কচি অংশের রস চুষে খায়, ফলে গাছ দুর্বল ও হলুদ হয়ে যায়, পাতা কুচকে যায় । ফুল ও ফল অবস্থায় আক্রমন হলে ফুলের কুঁড়ি ঝারে পড়ে । আক্রমনের মাত্রা বেশি হলে কচি ডগা মারা যায়।
দমন ব্যবস্থা:
" #হলুদ রংয়রে ফাঁদ (আঠা যুক্ত )ব্যবহার ক্রুন । # ৫০ গ্রাম সাবান/সাবানরে গুড়া ১০ লটিার পানিতে মিশিয়ে পাতার নীচে সপ্তাহে ২-৩ বার ভাল করে স্প্রে করা। #আক্রমণ বেশি হলে ম্যালাথিয়ন বা সুমিথিয়ন ২ মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করুন। "
ফসলের যে পর্যায়ে আক্রমণ করে :
বাড়ন্ত পর্যায় , চারা , ফলের বাড়ন্ত পর্যায়
ফসলের যে অংশে আক্রমণ করে :
কাণ্ড , পাতা , কচি পাতা , ফুল
পোকামাকড় জীবনকাল :
পূর্ণ বয়স্ক , কীড়া
পোকামাকড় জীবনকালের যে পর্যায়ে আক্রমন করে :
লার্ভা , ফেজ -১ , কীড়া
তথ্যের উৎস:
ফলিত ফসল সংরক্ষন - মকসুদুর রহমান গাজী । ওয়েব সাইটঃ http://qais.ml/ ফসলের বালাই ব্যবস্থাপনা -মোঃ হাসানুর রহমান দক্ষিণাঞ্চলের উপযোগী কৃষি প্রযুক্তি- বি এ আর সি এ ই এস এ , ( আই পি এম প্রকল্প ) , ডি এ ই