ফসল     |  পটল | 
			       							      				  
				   				      পোকা চেনার উপায়:    | -     | 
			     				  				 				    প্রধান ক্ষতির লক্ষণ:     |  পোকা গাছের কচি পাতা ও ফুলের রস শুষে খেয়ে গাছকে দুর্বল করে ফেলে ও ফল ধরেনা । এরা কচি ফলেও আক্রমণ করে তাই ফল বড় হলে ফলের উপর দাগ দেখা যায়।   | 
			     			      
				  				  
			     
			      				     দমন ব্যবস্থা:   |  "* . গাছের আক্রান্ত অংশ অপসারণ করুন    * প্রাথমিক অবস্থায় শুকনো ছাই প্রয়োগ করুন ৩. পরিস্কার পানি জোরে স্প্রে করুন      * হলুদ রঙের ফাঁদ ব্যবহার করুন ।               * তামাকের গুড়া (১০গ্রাম), সাবানের গুড়া (৫গ্রাম) ও নিমের পাতার নির্যাস প্রতি লিটার পানিতে মিশিয়ে ব্যবহার করুন ।  | 
				 
			      			      				     ফসলের যে পর্যায়ে আক্রমণ করে  :   | চারা , সব , সংরক্ষণের সময় , যেকোন অবস্থা 
				 | 
					
			      			      				  
					   ফসলের যে অংশে আক্রমণ করে   :   | 
					পাতা , ডগা , সব , ফল , ফুল 
				 | 
			      	
			      				  
				     পোকামাকড় জীবনকাল  :   | 
					 সব 
				   | 
			      	
			      					   পোকামাকড় জীবনকালের যে পর্যায়ে আক্রমন করে   :  |  
						ফেজ -২ , ফেজ -৩ 
					 | 
			      			      			       |   অন্যান্য:   | * . বেশি পোকা দেখা দিলে যতদূর সম্ভব  আগাম ফল তুলে এডমেয়ার ২০ এসএল ০.৫ মিলি./লি হারে পানিতে শিশিয়ে স্প্রে করুন ।                                                   * রাসায়নিক বালাইনাশক স্প্রে করার পর ১৫ দিনের মধ্যে সেই সবজি খাবেন না বা বিক্রি করবেন না।
  |  
			      
				  			      
			      			         তথ্যের উৎস:  |  তথ্যসূত্রঃ কৃষকের জানালা
  
			      |