বীজ উৎপাদন |
রোগবালাই মুক্ত গাছ থেকে ফল সংগ্রহ করতে হবে। হাইব্রিড টমেটো হতে কোন বীজ নেয়া যাবে না। |
বীজ সংরক্ষণ | সুস্থ ও সবল গাছ হতে প্রথমে পাকা ফল তুলতে হবে। পরে বীজ সংগ্রহ করার জন্য ফলগুলো ২/৩ দিন রেখে নরম করতে হবে। ফলগুলো নরম হলে মাঝখানে ২ ভাগে কেটে বীজগুলো একটি শুকনো কাঁচের অথবা প্লাষ্টিক পাত্রে ২৪- ৪৮ ঘন্টা রেখে দিতে হবে। এরপর বীজগুলো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে মশারির নেটের সাহায্যে সংগ্রহ করতে হবে। সংগৃহিত বীজগুলো ভাল করে রোদে শুকিয়ে ঠান্ডা করে ৯% আর্দ্রতায় কাচঁ বা প্লাস্টিক পাত্রে মুখ ভালভাবে বন্ধ করে সংরক্ষণ করতে হবে। |
বীজ বিপণন | আমদানীকৃত বা স্থানীয় ভাবে উৎপাদিত বীজ পলিথিন প্যাকেট, টিনের কৌটা বা প্লাস্টিকের কৌটায় বিপনণ করা হয়। |
তথ্যের উৎস | উন্নত কৃষি প্রযুক্তি পরিচিতি BINA বীজ প্রযুক্তি- নীতি ও পদ্ধতি। |