টমেটো এর বীজ উৎপাদন এবং সংরক্ষণের তথ্য

বীজ উৎপাদন

রোগবালাই মুক্ত গাছ থেকে ফল সংগ্রহ করতে হবে। হাইব্রিড টমেটো হতে কোন বীজ নেয়া যাবে না।
* সুনিষ্কাশিত দোআঁশ ও বেলে দোআঁশ জমি নির্বাচন
* জাত নির্বাচন
* বীজ শোধন
* জমি তৈরি
* সঠিক সময়ে চারা রোপন
* পরিমিত সার প্রয়োগ
* পৃথকীকরণ দূরত্ব
* সেচ ব্যবস্থাপন
* আগাছা দমন
* ফল পাতলাকরণ ও ছাটাই করণ
* পুষ্ট পরিপক্ক ও রোগমুক্ত ফল সংগ্রহ

বীজ সংরক্ষণ

সুস্থ ও সবল গাছ হতে প্রথমে পাকা ফল তুলতে হবে। পরে বীজ সংগ্রহ করার জন্য ফলগুলো ২/৩ দিন রেখে নরম করতে হবে। ফলগুলো নরম হলে মাঝখানে ২ ভাগে কেটে বীজগুলো একটি শুকনো কাঁচের অথবা প্লাষ্টিক পাত্রে ২৪- ৪৮ ঘন্টা রেখে দিতে হবে। এরপর বীজগুলো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে মশারির নেটের সাহায্যে সংগ্রহ করতে হবে। সংগৃহিত বীজগুলো ভাল করে রোদে শুকিয়ে ঠান্ডা করে ৯% আর্দ্রতায় কাচঁ বা প্লাস্টিক পাত্রে মুখ ভালভাবে বন্ধ করে সংরক্ষণ করতে হবে।

বীজ বিপণন

আমদানীকৃত বা স্থানীয় ভাবে উৎপাদিত বীজ পলিথিন প্যাকেট, টিনের কৌটা বা প্লাস্টিকের কৌটায় বিপনণ করা হয়।

তথ্যের উৎস উন্নত কৃষি প্রযুক্তি পরিচিতি BINA বীজ প্রযুক্তি- নীতি ও পদ্ধতি।