মরিচ এর বীজ উৎপাদন এবং সংরক্ষণের তথ্য

বীজ উৎপাদন
বীজ  উৎপাদনের জন্য চাষ শুরু করার সময় হতে অঙ্গজ বৃদ্ধিকাল, প্রজনন কাল , ফসল কাটা, মাড়াই পর্যন্ত যত্ন এবং প্রিচরচা নিবিড়তা সার্বক্ষণিক ভাবে বজায় রাখতে হবে। বীজ উৎপাদনের ক্ষেত্রে নিন্ম বর্ণিত কাজ সমূহ যত্নসহকারে করতে হবে। ১। জমি নির্বাচন ও তৈরি ২। জাত নির্বাচন ও বীজ শোধন ৩। বীজ বপন ৪। প্রথকীকরণ দুতব ৫। আন্তঃপরিচর্চা- ৫.১ সুষম সার প্রয়োগ ৫.২ সেচ ৫.৩ চারা পাতলাকরন ৫.৪ আগাছা দমন ৫.৫ রোগ বালাই দমন ৫.৬ রগিং ৬। মাঠ পরিদর্শন- নিয়মিত মাঠ পরিদর্শন ৭। ফসল সংগ্রহ- সঠিক সময়ে বীজ ফসল কর্তন, মাড়াই ও পরিষ্কার করন।  
বীজ সংরক্ষণ
ফসল তুলে বীজ শুকানোর পর ঠান্ডা ও গ্রেডিং করে শতকরা ৮% ভাগ আদ্রতার নিচে নিয়ে বায়ু নিরদ পাত্র যেমন প্লাস্টিক কৌটাইয়/ কাচের পাত্র/ অ্যালুমিনিয়াম ফইয়েল ইত্যাদি পাত্রে বীজ সংরক্ষণ করতে হবে। বীজ সংরক্ষণের পর সংরক্ষিত পাত্রে লেভেল/ ট্যাগ সংযুক্ত করে দিতে হবে। শুকনো মরিচ চিরে বীজ বের করতে হবে। 
বীজ বিপণন
পরিবহন সুবিধা, গুদামজাত করন ভালোভাবে সংরক্ষণ বিক্রয়, প্রস্তুতি, বিক্রয় ইত্যাদি কার্যাদি সম্পন্ন করে বিপণন করতে হবে। বিপননের জন্য বিজ্জাপন, ব্যাক্তিগত যোগাযোগ, প্রচার কার্যাবলী করতে হবে। উৎপাদনকারী পাইকারি বিক্রেতা, খুচরা বিক্রেতা, অথবা পরিবেশকের মাধ্যমে সরাসরি কৃষকের নিকট বিক্রয়। কৃষকগন বীজ ক্রয়কালীন সময়ে বিক্রেতার নিকট হতে অবশ্যই রশিদ গ্রহণ করবেন। 
তথ্যের উৎস বীজ প্রযুক্তি - নীতি ও পদ্ধতি। ড. নজমুল হুদা।