পেঁয়াজ এর বীজ উৎপাদন এবং সংরক্ষণের তথ্য

বীজ উৎপাদন

প্রত্যায়িত জমির মানঃ

১।নিরাপদ দূরত্ব:  ৫০০ মিটার

২।অন্য ফসলের গাছ (সর্বাধিক% সংখ্যা) : ০.২০

৩।অন্য জাত : (সর্বাধিক % সংখ্যা) ০.৫০

৪।আগাছাঃ (আপত্তিকর, সর্বাধিক % সংখ্যা):  ০.৫০

৫।বীজবাহিত রোগাক্রন্ত গাছ (সর্বাধিক % সংখ্যা) :---

৬।জমি মারাত্বকভাবে ক্ষতিগ্রস্থ/রোগাক্রন্ত হলে বা অনিয়মিত ফুল দেখা গেলে বা মান নিরুপণ করতে না পারলে যাচাইয়ের অযোগ্য বিবেচিত হবে ।

 

প্রত্যায়িত বীজের মানঃ

১। বিশুদ্ধতা ( কম পক্ষে ওজনের %): ৯৭.০০

২।অপদ্রব্য( সর্বাধিক ওজনের %): ৩.০০

৩। অন্য বীজ ( সর্বাধিক ওজনের %):  

ক)  অন্য ফসলের  বীজ ( পরীক্ষিত নমূণার সব গুলো; সর্বাধিক % সংখ্যা):  কেজিতে ১০টি

খ )  মোট আগাছার বীজ (পরীক্ষিত নমূণার সব গুলো; সর্বাধিক % সংখ্যা):  কেজিতে ১০টি

৪।গজানোর হার( কম পক্ষে  %):  ৬৫.০০

৫।আর্দ্রতা(সর্বাধিক %): ৮.০০

৬।বাস্পনিরোধ পাত্রে আর্দ্রতা (সর্বাধিক %): ৬.০০

বীজ সংরক্ষণ

নেই 

বীজ বিপণন

১। শীতকালিন পেঁয়াজ   প্রতি হেক্টরে ১২,০০০-১৫,০০০ কেজি।

২। গ্রীষ্মকালিন আগাম পেঁয়াজ প্রতি হেক্টরে ১৮,০০০ - ২,৪,০০০কেজি।

৩। গ্রীষ্মকালিন নাবি পেঁয়াজ প্রতি বিঘায় ৪০০০-৪৭০০ কেজি ফলন দিয়ে থাকে।হেক্টরে  ৩০,০০০ - ৩৫,২৫০কেজি ফলন পেতে পারেন।

 

তথ্যের উৎস SEED AND FIELD STANDERD OF NOTIFIED AND NON NOTIFIED CROPS- SCA/MoA.