মিষ্টি আলু এর বীজ উৎপাদন এবং সংরক্ষণের তথ্য

বীজ উৎপাদন

 নিরোগ জমি ও লতা থেকে লতা  

বীজ সংরক্ষণ

বীজ লতা সংরক্ষণঃ মিষ্টি আলু কার্তিক মাসে লাগিয়ে চৈত্রের মাঝামাঝি হতে  জ্যৈষ্ঠের   মাঝামাঝি  তোলার  ভালো সময় । তাই , বন্যার পানি ওঠে না  বৃষ্টির পানি জমে না  উঁচু জাগায় পরবর্তী মৌসমের জন্য  সুস্থ সবল  লতা বীজ হিসাবে(প্রতি শতকে ২২৭-২৩০ টি লতা  ) লাগিয়ে রাখুন। রোগ বালাই যাতে না লাগে তার  যত্ন নিন। বর্ষায় বেড়ে ওঠা অতিরিক্ত ডগা  পাতাসহ সবজি বা গবাদির  খাদ্য হিসাবে ব্যবহার করুন। 

বীজ বিপণন

---