বীজ উৎপাদন |
• বীজের প্রত্যায়ন মানঃ । ১।। বিশুদ্ধতা (ওজনের % কম পক্ষে) : ৯৭.০০ । ২।। অপদ্রব্য (ওজনের %সর্বাধিক) ): ৩.০০ । ৩।। অন্য বীজ (ক ] অন্য ফসলের বীজ ও খ] আগাছার বীজ ( কেজিতে সর্বাধিক সংখ্যয়, পুরা নমূনায়) : ১০টি/ কেজি হারে । ৪।। গজানোর হার ( কম পক্ষে%) : ৭০.০০ । ৫।। আর্দ্রতার পরিমাণ (সর্বাধিক %) : ১২.০০ । ৬।। আর্দ্রতার পরিমাণ; বাস্পনিরোধ পাত্রে ( সর্বাধিক %) : ৭ .০০ ।
• জমির প্রত্যায়ন মানঃ । ১।। নিরাপদ দূরত্বঃ ৩.০০ মিটার; ।২।। অন্য ফসলের গাছ (সর্বাধিক %,সংখায়) ০.০০; ।৩।। অন্য জাতের গাছ (সর্বাধিক %,সংখায়) ০.৫০; ।৪।। (আপত্তিকর) আগাছাঃ (সর্বাধিক %,সংখায়) ০.৮০টি; । ৫।। বীজবাহিত রোগাক্রন্ত গাছঃ(সর্বাধিক %,সংখায়) ।
• মারাত্বক ভাবে জমি ক্ষতিগ্রস্থ/ রোগাক্রন্ত হলে বা অনিয়মিত ফুল আসলে বা মান নিরূপণ করতে না পারলে তা ষাচায়ের অযোগ্য বিবেচিত হবে ।
|
বীজ সংরক্ষণ | থেকে বীজ মাড়াই , বাছাই করে কয়েক দিন রোদে শুকিয়ে আর্দ্রতা ১০%এ নামিয়ে আনুন। পরে বীজ ঠান্ডা করে পলি ব্যাগে ভরে চটের বস্তায় রাখুন। বায়ুরোধী পাত্র যেমন টিনের বা ড্রাম ভর্তি করেও বীজ রাখা যায়। |
বীজ বিপণন | স্থানীয় বাজারে ফড়িয়া/ আরতে হিক্রির ব্যবস্টহা নিন। |
তথ্যের উৎস | SEED AND FIELD STANDERD OF NOTIFIED AND NON NOTIFIED CROPS- SCA/MoA. |