সয়াবিন এর বীজ ও বীজতলার তথ্য

বীজ ও বীজতলার প্রকারভেদ

-----------

ভাল বীজ নির্বাচন

ভাল বীজ পেকেটজাত । ট্যাগ/লেভেলে তার গুণাগুণ লেখা থাকে । ভাল বীজ তরতাজা /উজ্জল, এর গজানোর হার  ও ফলন বেশি । পাত্রের সব বীজ পরিষ্কারি পরিচ্ছন্ন, স্বভাবিক ও  একই আকার-প্রকারের। চিটা  ও আগাছার মাত্রা,  রোগ, পোকা ও অন্য বীজের মিশাল মুক্ত, নগণ্য  বা খুবই কম । এতে আবাদ খরচ কমে, তবে  ফলন বাড়ে । হলুদ ট্যাগ/লেভেলে বিস্থস্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের এবং সাদা/ নীল ট্যাগ/লেভেলে সরকারের তত্বাবধানে উৎপাদিত ও পরীক্ষিত ।

বীজতলা প্রস্তুতকরণ প্রযোজ্য নয়
বীজতলা পরিচর্চা প্রযোজ্য নয়
তথ্যের উৎস বীজ প্রত্যয়ন বিভাগ