লেবু এর বীজ ও বীজতলার তথ্য

ভাল বীজ নির্বাচন

বীজ থকে বংশ বিস্তারে জাতের মান ঠিক থাকে না, ফলন দেরিতে আসে; তাই গুটী কলম করাই উত্তম। বর্ষার শুরুতে গুটি কলম করুন। এক থেকে দেড়   বসরের সুস্থ সবল, নিরোগ ও বালাইমুক্ত পেন্সিলের মতন মোটা ডাল নির্বাচন করুন। অথবা  দেড়  বসরের সুন্থ সবল, নিরোগ ও বালাইমুক্ত পেন্সিলের মতন মোটা ডাল নির্বাচন করে তিন  চোক বিশিষ্ট২০-২৫ সেমি  খন্ড করে  নিন।

বীজতলা প্রস্তুতকরণ সুনিস্কাশিত ও সেচের সুবিধাযুক্ত উচু রৌদ্রজ্জ্বল স্থানে ১.২৫ সেমি চওড়া ও সুবিধজনক লম্বা বীজতলাখন্ড তৈরি করুন। ২ বীজতলার মাঝে২৫-৩০ সেমি নালা রাখুন।নালার মাটি, ভিটিমাটির সাথে সম পরিমাণ জৈব সার মিশিয়ে দিন।মাটি স্যাঁতস্যাঁতে হবার স ম্ভাবনা থাকলে নালার গভীরতা বরাবর ৫-৭ সেমি খোয়া স্তর দিয়ে এর উপর১৫ সেমি উঁচু জৈব সার মিশেল মাটির স্তর বিছিয়ে বীজতলা প্রন্তুত করুন। প্রয়োজনে ছায়ার ব্যবস্থা রাখুন।
বীজতলা পরিচর্চা এর গোড়ার দিক আড়াআড়ি এবং উপরের দিক তেছরা করে কেটে নিন। বীজতলায় ৫-৭ সেমি দূরে দূরে সারি করে সমদূরে একই দিকে তেছরা করে একটি চোখ মাটির নিচে বসিয়ে দিন।প্রয়োজনে কাটিং এর উপরের কাটা স্থান আলকাত্রার প্রলেপ দিন। কাটিং লাগানোর পর গোড়ায় হালকা সেচ দিন এবং কয়েক দিন ছায়ার ব্যবস্থা করুন। থেকে গুটি কলম কেটে এনে রোপণের আগ পর্যন্ত(সপ্তাহখানেক) বীজতলায় ছয়াযুক্ত স্থানে রেখে দিন। প্রয়োজনে চারার উপর পানির হাল্কা ছিটা দিন।
তথ্যের উৎস ফল সব্জীর চাষ ও পুষ্টি পরিচিতি- মো এনামুল হ্‌ ডিএই, ১৯৮৫।কৃষি প্রযুক্তি হাত বই (৬ষ্ঠ সংস্করণ), বি এ আর আই, সেপ্টেম্বর,২০১৪।