কলা এর বীজ ও বীজতলার তথ্য

বীজ ও বীজতলার প্রকারভেদ

-

ভাল বীজ নির্বাচন

চারা রোপণের জন্য অসি তেউড় (Sword Sucker) সবচেয়ে ভাল। অসি তেউড়ের পাতা সরু ও সুচালো, অনেকটা তলোয়ারের মত। গুড়ি বড়, শক্তিশালী, কান্ড ক্রমশ নীচের দিক থেকে উপরের দিকে সরু হয়।তিন মাস বয়সের সুস্থ, সবল তেউর/কন্দযুক্ত অসি/ চিকণ পাতাওয়ালা, যা গোড়া থেকে আগার দিক সরু চারা রোগমুক্ত বাগান থেকে সংগ্রহ করুন। চারার গোড়া থেকে পুরতন শিকড় এবং গোড়া থেকে ১০-১৫ সেমি রেখে উপরের অংশ ছেঁটে দিন। চারা ও বীজ কন্দ  মাদায়  রোপণ করুন , যেব কজন ১কেজির মধ্যে  রাখুন।

বীজতলা প্রস্তুতকরণ প্রযোজ্য নয়
বীজতলা পরিচর্চা প্রযোজ্য নয়
তথ্যের উৎস সেচের মাধ্যমে ফসল উৎপাদন ম্যানুয়াল- ডিএই , এপ্রিল,১৯২