| ফসল | লাউ | 
| জাতের নাম | বারি লাউ ৩ | 
| জনপ্রিয় নাম | নেই | 
| উদ্ভাবক | বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট | 
| গড় জীবনকাল (দিন): | ১৩০-১৫০ | 
| উচ্চতা (সে.মি.) | নির্দিষ্ট কোন উচ্চতা নেই | 
| জাতের ধরণ | উফশী | 
| জাতের অন্যান্য বৈশিস্ট্য | সবুজ রঙের ফলে সাদাটে দাগ।গাছে গড় ফল ১৫-১৬টি। ফলের গড় ওজন২.৪ -২ ৬ কেজি । লম্বায় ৩৬-৪০ সেমি, বেড় ১২-১৩ সেমি । | 
| শতক প্রতি ফলন (কেজি) | ২০০-২৫০ | 
| প্রতি শতক বীজতলায় বীজের পরিমান | ৪ গ্রাম বীজ - ১৫০ টি চারা | 
| প্রতি একর (১০০ শতকে) জমি রোপণ/বপন করতে বীজের পরিমান | ৪০০ গ্রাম বীজ - ১৫০০০ চারা | 
| উপযোগী ভূমির শ্রেণী | মাঝারি ঊচু , মাঝারি নিচু জমি | 
| উপযোগী মাটি | বেলে , দোআঁশ , বেলে-দোআশ | 
| : | পাতা সবুজ ও নরম।পুরুষ ও স্ত্রী ফুল যথাক্রমে ৪০-৪৫ দিন ও ৬০-৬৫ দিনের মধ্য ফোটে। ফুল হালকা সবুজ। | 
| উৎপাদনের মৌসুম | সারা বছর | 
| বপনের উপযুক্ত সময় | 				
									
					আশ্বিন ( প্রথম সপ্তাহ ) -  কার্তিক  (প্রথম সপ্তাহ)
					 অগাস্ট ( দ্বিতীয় সপ্তাহ ) - অক্টোবর ( চতুর্থ সপ্তাহ)  | 
| ফসল তোলার সময় | 			
									
					পৌষ( প্রথম সপ্তাহ ) -  মাঘ( প্রথম সপ্তাহ)
										 নভেম্বর (দ্বিতীয় সপ্তাহ ) - ডিসেম্বের (দ্বিতীয় সপ্তাহ)  | 
| তথ্যের উৎস: | কৃষি প্রযুক্তি হাত বই / - বি এ আর আই।বি এ আর আই অ্যাপস। |