লেবু এর মৃত্তিকা ও সার ব্যবস্থাপনার তথ্য

মৃত্তিকা সু নিস্কাশিত হালকা দোআঁশ ও মধ্যম অম্লীয় মাটি
মৃত্তিকা পরীক্ষা গবেষণাগারের ঠিকানা

-

মাটির পুষ্টি উপাদান -
সার পরিচিতি -
ভেজাল সার সনাক্তকরণ -
ফসলের সার সুপারিশ

সার সমান তিন কিস্তিতে প্রয়োগ করুন। প্রথম কিস্তি বর্ষার শুরুতে (বৈশাখ-জৈষ্ঠ্য), ২য় কিস্তি মধ্য ভাদ্র থেকে মধ্য কার্তিক (সেপ্টেম্বর-অক্টোবর) এবং তৃতীয় কিস্তি মাঘ-ফাল্গুন (ফেব্রুয়ারী)  প্রতি বারে গাছপ্রতি ১-২ বছর বয়সে পচা গোবর/কম্পোস্ট ৫কেজি; ইউরিয়া, টিএসপি  ও এম ও পি সার ৬৫-৬৭ গ্রাম হারে সার দিন।  ***৩-৫ বছর বয়সের গাছপ্রতিপ্রতি বারে পচা গোবর/কম্পোস্ট ৬-৭কেজি; ইউরিয়া ১৩৫ গ্রাম, টিএসপি  ও এম ও পি সার ১০০ গ্রাম হারে সার দিন।*** ৬ বছর বয়সের  অধিক  বসেরের গাছপ্রতি প্রতি বারে  পচা গোবর/কম্পোস্ট ৮-৯ কেজি; ইউরিয়া ১৬৭ গ্রাম, টিএসপি  ও এম ও পি সার ১৩৫গ্রাম হারে সার দিন। ***পাহাড়ী এলাকায় অথবা পর্যাপ্ত জায়গা না থাকলে শাবল দ্বারা গর্ত করে সার প্রয়োগ করা যেতে পারে। একটি পূর্ণবয়স্ক গাছের গোড়া থেকে সোয়া ২ হাত থেকে সোয়া ৩ হাত দূর থেকে শুরু করে ৭.৫ হাত পর্যন্ত সার প্রয়োগ করুন। গাছে সার প্রয়োগের পর এবং খরার সময় বিশেষ করে ফলের গুটি আসার সময় পানি সেচ দিন। তাছাড়া গোড়ার আগাছা পরিষ্কার ও মাটি ঢেলা ভেঙ্গে দিন। মাটির  উর্বরতা ভেদে সারের মাত্রা কম বেশি করুন।

তথ্যের উৎস কৃষি প্রযুক্তি হাত বই (৬ষ্ঠ সংস্করণ), -বি এ আর আই।