পটল এর মৃত্তিকা ও সার ব্যবস্থাপনার তথ্য

মৃত্তিকা -
মাটির পুষ্টি উপাদান -
সার পরিচিতি -
ভেজাল সার সনাক্তকরণ -
ফসলের সার সুপারিশ

   প্রতি  শতকের জন্য পচা গোবর/কম্পোস্ট ৪০ কেজি ।     ইউরিয়া ১.২০ কেজি। টিএসপি ৮২০ গ্রাম।         এমওপি ৬১০ গ্রাম।  জিপসাম ২৪০ গ্রামজিপসাম ২৪০ গ্রাম।।  ***   ইউরিয়া ছাড়া অবশিষ্ট সকল সার জমি তৈরির সময় অর্ধেক এবং মাদায় অর্ধেক পরিমাণে ব্যবহার করতে হবে। ইউরিয়া সার চারা গজানোর ২০ দিন পর পর সমান তিন কিস্তিতে প্রয়োগ করতে হবে। পটলের জমিতে মাচা না দিলে ইউরিয়া সার দেয়া অসুবিধাজনক। সেক্ষেত্রে অর্ধেক ইউরিয়া বেডে এবং বাকী অর্ধেক ইউরিয়া চারা গজানোর ৩০ দিন পর গাছের গোড়ার চারপাশে মাটিতে মিশিয়ে দিতে হবে। পটলের ফলন প্রথম দিকে বাড়তে থাকে পরে আস্তে আস্তে কমতে থাকে। ফলন একেবারে কমে আসলে মাদার চারপাশ পরিষ্কার করে হালকাভাবে মাটি কুপিয়ে মাদাপ্রতি অতিরিক্ত ২০-৩০ গ্রাম ইউরিয়া, ৩০-৩৫ গ্রাম টিএসপি এবং ২০-২৫ গ্রাম এমওপি সার প্রয়োগ করলে গাছে নতুন নতুন ফুল ধরে এবং ফলন অনেক বেড়ে যায়। এভাবে দুবার সার দেয়া যেতে পারে। ***** এলাকা বা মৃত্তিকাভেদে সারের পরিমাণে কম-বেশী হতে পারে।

তথ্যের উৎস তথ্যসূত্রঃ http://agrinewsbd.com