মুগ ডাল এর মৃত্তিকা ও সার ব্যবস্থাপনার তথ্য

মৃত্তিকা দোআঁশ, বেলে দোআঁশ।
মৃত্তিকা পরীক্ষা গবেষণাগারের ঠিকানা

১।আঞ্চলিক গবেষণাগার,এসআরডিআই, মৃত্তিকা ভবন,কৃষি খামার সড়ক,ঢাকা। টেলিফোন নম্বরঃ ০২-৯১১১২৮০ ০১৫-৬৩২১৬৪৬ ২।আঞ্চলিক গবেষণাগার,এসআরডিআই,দৌলতপুর,খুলনা। টেলিফোন নম্বরঃ ০৪১-৭৭৪৩০২ ৩।আঞ্চলিক গবেষণাগার,এসআরডিআই,পূর্বগঙ্গাবরদী,ফরিদপুর। টেলিফোন নম্বরঃ ০৬৩১-৬৩৫১৩ ০১৭১-১১৪৫১৪৬ ৪।আঞ্চলিক গবেষণাগার,এসআরডিআই,কাশিপুর,বরিশাল। টেলিফোন নম্বরঃ ০৪৩১-৬১৩২০ ৫।আঞ্চলিক গবেষণাগার,এসআরডিআই,মুরাদিদহ,ক্যাডেট কলেজ রোড,ঝিনাইদহ। টেলিফোন নম্বরঃ ০১৭১-১১৩৩২৯৯ ৬। গবেষণাগার শাখা,এসআরডিআই,মৃত্তিকা ভবন,কৃষি খামার সড়ক,ঢাকা। টেলিফোন নম্বরঃ ০২-৯১১০৫০৭

মাটির পুষ্টি উপাদান জৈব ও অজৈব সার জৈব সারঃ গোবর, আবর্জনা ও সবুজ সার এবং কেঁচোসার (ভার্মি কমপোস্ট ) সার ব্যবহার করা হয়। শতকরা ৫ ভাগ জৈব উপাদান থাকার কথা কিন্তু মাটিতে ০.৫ থেকে ১ শতাংশ জৈব বিদ্যমান। মুখ্য উপাদানঃ কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম,সালফার ও ম্যাগনেসিয়াম । গৌণ উপাদানঃ কপার, মলিবোডিনাম, আয়রন, ক্লোরিন, সিলিকন, কোবাল্ট, দস্তা ও বোরন।
সার পরিচিতি ইউরিয়াঃ এ সার দেখতে সাদা ও শক্ত দানার মতো গুড়া। ইহা বাতাসের সংস্পর্শে আসলে গলে যায়। গুটি ইউরিয়া দেখতে ন্যাপথেলিনের মত। প্রতি গুটির ওজন ১.৮ ও ২.৭ গ্রাম। টিএসপিঃ ধূসর ও কাল । স্থানীয় ভাবে ইহাকে মেটে সার বলে। ডি এ পিঃ ধূসর/ সাদা । এম ও পি সার - লবণের মত লালচে। বাতাসের সংস্পর্শে এলে ভিজে যায় । এম ও পি সার - লবণের মত লালচে। বাতাসের সংস্পর্শে এলে ভিজে যায় । জিপসামঃ ইহা দেখতে ছাইয়ের মত পাউডার জাতীয় । দস্তাঃ লবণ দানার মত।
ভেজাল সার সনাক্তকরণ এক চা চামচ ইউরিয়া সার ২ চামচ পরিমাণ পানির মধ্যে দিলে সাথে সাথে গলে স্বচ্ছ মিশ্রণ তৈরি হবে। এ দ্রবণে হাত দিলে ঠাণ্ডা অনুভব হবে। অতএব সারটি ভাল ( প্রকৃত ইউরিয়া সার) । কিন্তু সারটি ভেজাল হলে ঠাণ্ডা অনুভব হবে না। যদি ইউরিয়া সারে চুন মিশ্রিত থাকে তবে ঝাঁঝালো গন্ধযুক্ত অ্যামোনিয়া গ্যাস বের হবে এবং সারটি ভেজাল। ইউরিয়া সারে লবণ মিশ্রিত হলে ছোট একটি দানা জিহ্বার অগ্রভাগে নিলে লবনাক্ত স্বাদ অনুভব হবে।
ফসলের সার সুপারিশ

আপনার ফসলের সার সুপারিশ জানতে ভিজিট করুনঃ http://www.frs-bd.com/

তথ্যের উৎস Mungbean In Bangladesh BARI,AIS, SRDI