আগাছার নাম : | চাপড়া ঘাস |
ফসল | সয়াবিন |
আগাছা জন্মানোর মৌসুম : | খরিফ |
আগাছার ধরন : | ব্হুবর্ষজীবী ঘাসজাতীয় বীরুৎ আগাছা । |
আগাছা চেনার উপায় : | ঊর্ব্রতা ভেদে ৫-৬০ সেমি পর্্যন্ত লম্বা হতে পারে ।কাণ্ড চ্যাপটা শায়িত, গোড়া থেকে চারিদিকে অনেক শাখা প্রশাখা বের হয় এরা ছড়িয়ে বাড়ে । পাতা সরু, আগা চোখা ।কাণ্ডের আগার চারিদিকে ২-৭টি ফুলের ছড়া আঙ্গুলের মতো ছড়নো থাকে । সাধারণত বীজ দিয়ে বংশ । |
প্রতিকারের উপায় : | মাটির অগভীরে আগাছার কন্দমূল নিড়ানি, কোদাল, লাঙ্গল দিয়ে ও হাতড়ে তুলে শুকিয়ে মেরে ফেলুন । |
তথ্যের উৎস: | আগাছা ও বীজ- গাফফার, ই কবাল ও আলম |