আগাছার নাম : | শ্যামা | 
ফসল | লাউ | 
আগাছা জন্মানোর মৌসুম : | খরিফে বেশি বাড়ে ।মে থেকে আগস্ট মাঝে ফুল ফোটে ও বীজ বাত্তি হয় । | 
আগাছার ধরন : |  বর্ষজীবী ঘাসজাতীয় আগাছা । | 
আগাছা চেনার উপায় : |   সাঘারণত ১৫০ সেমি লম্বা হতে পারে । খফট জাত ১৫-৩০ সেমি হয় । কান্ড দৃঢ় ও খাড়া,গোড়ার দিক থেকে শাখা বের হয়। পাতা তলোয়ালের মতো, বেড় প্রায় ১.৫ সেমি মসৃণ ও গাঢ় সবুজ, দেখতে ধান গাছের পাতার মতো । পাতার খোলে লিগিঊল নাই , কিছুটা লোম যুক্ত এবং লাংড্র সাথে ঢিলেভাবে লাগানো । ফুলের ম্যকুল দৃঢ় ভাবে বসানো ।ছড়ার রঙ বেগুনি সবুজ বা হালকা বেগুনি । ফুলে লম্বা শোঙ আছ । সাধারণ্র বীজের মাধ্যমে বংশ বাড়ায় । মঝা রি উঁচু থেকে মাঝারি নিচ্য জমিতে বেশি হয় ।  |  
প্রতিকারের উপায় : | জমি নিয়মিত জমি পর্যবেক্ষণ করুন ।সেচ ও সার দেবার পর জো আসা মাত্র নিড়িয়ে আগাছা বাছাই ।  |  
					
তথ্যের উৎস: | আগাছা ও বীজ- গাফফার, ই কবাল ও আলম |