আগাছার নাম :
কাঁটানটে
ফসল
রসুন
আগাছা জন্মানোর মৌসুম :
সারা বসর । রবি
আগাছার ধরন :
কাণ্ড১- ১∙২ মিটার লম্বা, মসৃণ, কাড়া কোণাকার, হালকা গোলাপী । কখনো কখনো তা সবুজ থেকে হালকা লাল রঙের হয়। পাতাগুলো হাঁসের ডিমের মতো লম্বাটে । তা কখনো কখনো একক , আবার কখনো কখনো জোড়ায় জোড়ায় বিপরীতমূখী হয়ে জম্মে।প্রতিটি পাতার গোড়া থেকে বিপরীত মূখী হয়ে ২টি করে ১ সেমি লম্বা সুঁচালোকাঁটা ও ছোট ছোট ডালা জম্মে । খুবই ছোট ছোট অসংখ্য বীজের মাধ্যমে মাধ্যমে বংশ বাড়ায়। ভিজা মাটিতে সা রা বসর জম্মাতে পারে; তবে দাঁড়ানো পানি সাইতে পারে না। য়। প্রধান্ত মার্চ –এপ্রিল মাসে ফুল দেখা যায়, জুন-জুলাই মাসে বীজ পরপক্ক হয় এবং কয়েক মাস সুপ্ত থাকে । শীতে বীজ অংকুরিত হয়।
প্রতিকারের উপায় :

গভির চাষ । বাছাই। 

তথ্যের উৎস:
বীজ ও আগাছা - এম এ গাফফার, টি এম টি ইকবাল, এম এস আলম । ধান ষতে আগাছা সনাক্তক্রণ ও ব্যবথাপ না - বি আর আ আই। আগাছা অ তা ল্মন-২ - বিটিই বিদিএ ই ।