আগাছার নাম :
শিয়ালমোতরা
ফসল
পটল
আগাছা জন্মানোর মৌসুম :
রবি মৌসমের
আগাছার ধরন :
বর্ষজীবী বীরুৎ।
আগাছা চেনার উপায় :

কাণ্ড শক্ত ও অনেক ডাল গজায়। পাতার  কিনারা খাঁজ কাটা  সরিষার পাতার মতো বড় ধরনের, পুরু, রোমশ,ঝাঁঝালো গন্ধ আছে ।  বোঁটা মাঝারি লম্বা , কাণ্ডের  সাথে বিপরীত মূখী হয়ে  জম্মে। ফুল গুলো হলুদ বা সাদা রঙের, কোন কো ন সময়ে হালকা বেগুনি ধরনের হয়, ফলে লম্বাটে সাদা রঙের বীজ জম্মে  । বীজ দিয়ে  বংশ বিস্তার ঘটে।

প্রতিকারের উপায় :

জমি  নিয়মিত জমি পর্যবেক্ষণ করুন ।সেচ ও সার দেবার পর জো আসা মাত্র  নিড়িয়ে আগাছা  বাছাই ।

তথ্যের উৎস:
আগাছা ও বীজ- গাফফার, ই কবাল ও আলম