আগাছার নাম :
হাতিসুঁড়
ফসল
পটল
আগাছা জন্মানোর মৌসুম :
খরিফ মৌসমের,
আগাছার ধরন :
একবর্ষী, উঁচু জমির আগাছা ।
আগাছা চেনার উপায় :

কাণ্ড খাড়া,দৃঢ়, পাতা  বোঁটা যুক্ত, একান্তর, লম্বাটে ডিম্বাকার এবং  খাঁজকাটা ।  ফুল ছোট, সাদা বা হালকা পাটল( purple) রঙের শাখার আগায়  হাতির শুঁড়ের মত জম্মায়। ফল ২ ভাগে ভাগ করা ,প্রতি খণ্ডে ২ করে বীজ থাকে।  

প্রতিকারের উপায় :

জমি  নিয়মিত জমি পর্যবেক্ষণ করুন ।সেচ ও সার দেবার পর জো আসা মাত্র  নিড়িয়ে আগাছা  বাছাই ।

তথ্যের উৎস:
আগাছা ও বীজ- গাফফার, ই কবাল ও আলম