আগাছার নাম :
বথুয়া
ফসল
ফুল কপি
আগাছা জন্মানোর মৌসুম :
সারা বসর । রবি
আগাছার ধরন :
বিরুৎজাতীয় একবর্ষজীবী আগাছ।
আগাছা চেনার উপায় :

কাণ্ড শক্ত ও খাড়া, ৩০-৯০ সেমি লম্বা। তাতে অনেক শাখা প্রশাখা বেরোয়। পাতা সরল,বোটাঁযুক্ত, একান্তর, কিনারা অসম ভাবে কাটার মতোদেখয়। পাতার রঙ রূপেলী সবুজ। নিচের পাতাগুলো রাজ হাঁসের পায়ের মতো। প্রায় প্রতিটি গাঁট থেকে এবং কাণ্ডের আগায় সবুজ বোঁটায়  থোকায়  থোকায় ফুল জন্মে।  বীজ গোলাকার ও কালো রঙের।  বীজের মাধ্যমে বংশ বাড়ায়।  অক্টোবর – ডিসেম্বর মাসে জম্মে, ফেব্রুয়ারি মাসের মধ্যে বীজ আসে এবং মার্চ ও এপ্রিল মাসে বীজ পাকে। 

প্রতিকারের উপায় :

গভির চাষ । বাছাই। 

তথ্যের উৎস:
বীজ ও আগাছা - এম এ গাফফার, টি এম টি ইকবাল, এম এস আলম । ধান ষতে আগাছা সনাক্তক্রণ ও ব্যবথাপ না - বি আর আ আই। আগাছা অ তা ল্মন-২ - বিটিই বিদিএ ই ।