আগাছার নাম :
দূর্বাঘাস
ফসল
টমেটো
আগাছা জন্মানোর মৌসুম :
রবি, খরিফ
আগাছার ধরন :
বহুবর্ষজীবী।
আগাছা চেনার উপায় :

দূর্বা মাটিতে ছড়ানো অবস্থায় বৃদ্ধি পেতে থাকে। এর কাণ্ড ৫-৪৫ সেন্টিমিটার লম্বা, মসৃণ ও গোলাকার হয়ে থাকে। কাণ্ডের রং সবুজ তবে অনেক সময় লালচে রঙেরও হতে পারে। দূর্বা ঘাস বীজ, স্টোলন ও গেড়ের মাধ্যমে বংশবিস্তার করতে পারে। প্রতি গাছে ৭০০-৮০০টি বীজ হয়। দূর্বা সারা বছরই জন্মে; তবে খরিফ মৌসুমের গরম ও ভেজা আবহাওয়ায় এরা বেশি জন্মে এবং মাটির উপর দিয়ে কিছুটা ছড়ানো অবস্থায় বাড়তে থাকে। দূর্বা ঘাসের মূল মাটির অগভীর বিস্তৃত থাকে। ফলে এ ঘাসের রাইজোম মাটির উপরে এনে শুকিয়ে এগুলো ধ্বংস করা যায়।

প্রতিকারের উপায় :

জমি সবসময় নিড়ানী দিয়ে চারা রোপনের পর থেকে গাছের ফল পরিপক্ক হওয়ার আগ পর্যন্ত আগাছা মুক্ত রাখতে হবে।

তথ্যের উৎস:
ধান ক্ষেতে আগাছা সনাক্তকরণ ও ব্যবস্থাপনা-(ব্রি) শিল্প ফসল উৎপাদন প্রযূক্তি- প্রফেসর ড. মোঃ সদরুল আমিন IDENTIFICATION OF COMMON WEED FOUND IN SAU FARM By- Mirza Hasanuzzaman. Assistant Professor, SAU, Dhaka.