কচু এর রোগের তথ্য

রোগের নাম রোগের কারণ ফসলের যে অংশে আক্রমণ করে প্রধান ক্ষতির লক্ষণ
এনথ্রাাকনোস রোগ কলিট্রোট্যিকাম ছত্রাক কাণ্ড , পাতা , ডগা ফুল আসার সুটে আকর্ষী বা প্রধান কান্ডে ৮-১০টি পর্ব বা গিট তৈরি হয় তখন এরাগ দেখা দেয়্ নিচের পত্র ফলকে চকলেট রঙের প্যাকাশে রঙওে দাগ দেকা যায়। আক্রমন বেশি হলে পাতা ঝওে পড়ে। কান্ডে বাদামি রঙের কাল সীমা দেয় ছোট ছোট দাগ দেখা যায়।
মরিচা রোগ/ রাষ্ট ইউরোমাইসিস ভিসিয়া ফোবি ছত্রাক কাণ্ড , পাতা , ফুল পাতায় বিভিন্নআকারের ছোট ছোট মরিচা রঙের গুটি দেখা যায়। পওে তা বাদামি ও কালো রঙ ধারণ করে।
গোড়া পচা রোগ স্কেলেরোসিয়াম রলফসি ছত্রাক কান্ডের গোঁড়ায় আক্রান্ত গাছ হলুদ রঙ ধারণ করে ,পরে গাছ ঢলে পরে শুকিয়ে যায়।
ঝলসানো রোগ/ স্ট্যামফাইলিয়াম ব্লাইট স্ট্যামফাইলিয়াম প্রজাতিরছত্রাক কাণ্ড , পাতা আক্রান্ত গাছ বাদামি রঙ ধারণ করে। শেষ পর্যায়ে সমস্থ গাছ কালচে বাদামি রঙ ধারণ কওে, পড়ে গাছ ঝরসে পোড়ামতন দেখায়।