রসুন এর রোগের তথ্য

রোগের নাম রোগের কারণ ফসলের যে অংশে আক্রমণ করে প্রধান ক্ষতির লক্ষণ
রসুনের লাল মরিচা রোগ ছত্রাক কাণ্ড , পাতা এ রোগের আক্রমনে পাতায়, কান্ডে ও ফলে লালচে মরিচার মত একধরনের উচু দাগ দেখা যায়
রসুনের পার্পল ব্লচ রোগ ছত্রাক কাণ্ড , পাতা এ রোগের আক্রমনে পাতায় ও বীজকান্ডে পানি ভেজা তামাটে, বাদামি বা হালকা বেগুনি রংয়ের দাগ দেখা যায়।আক্রান্ত পাতা উপর থেকে মরে আসে। এক সময় পাতা / গাছ ভেঙ্গে যায়।
রসুনের আগা মরা রোগ ছত্রাক পাতা পাতার আগায় প্রথমে পানিভেজা সাদা দাগ দেখা যায়। ধীরে ধীরে তা বাড়তে থাকে এবং আগা মরে শুকিয়ে সাদা হয়ে যায়।
রসুনের ডাউনি মিলডিউ ছত্রাক পাতা বয়স্ক পাতায় এ রোগ প্রথম দেখা যায়। আক্রান্ত পাতায় গায়ে সাদা বা হলদে থেকে বাদামী রংগের তালির মত দাগ দেখা যায়। ধীরে ধীরে অন্যান্য পাতায় ছড়িয়ে পড়ে ।