বেগুন এর রোগের তথ্য

রোগের নাম রোগের কারণ ফসলের যে অংশে আক্রমণ করে প্রধান ক্ষতির লক্ষণ
কান্ড ও ফল পচা রোগ Phomopsis vexans নামক ছত্রাক কাণ্ড , ফল চারা গাছের কান্ডের গোড়ার দিকে বাদামি ক্ষত দেখা যায় ও গাছ বড় হলে ফলের গায়ে হালকা বাদামি ক্ষত দেখা যায়। প্রথমে মাটি বরাবর গাছের গোড়ায় প্রথমে সবুজাভ জলবসা দাগ দেখা যায়। এই দাগ কান্ডকে ঘিরে ফেলে। এরপর গাছ নেতিয়ে পড়ে ও গাছ মারা যায়। ফলন্ত গাছে আক্রমণ হলে ফল পঁচে যায়।