রোগের তথ্য

ফসল রোগের নাম রোগের কারণ ফসলের যে অংশে আক্রমণ করে প্রধান ক্ষতির লক্ষণ
পটল পটলের শুটি মোল্ড - আগা , কাণ্ড , পাতা , কচি পাতা , সব , ফল , শিকড় , বীজ আক্রান্ত পাতা ও গাছে গায়ে কাল রংগের কালির মত ময়লা দেখা যায়। সাদা মাছি বা স্কেল পোকার আক্রমণে সুটি মোল্ড ছত্রাক এ রোগ ছড়ায়।
কচু মরিচা রোগ/ রাষ্ট ইউরোমাইসিস ভিসিয়া ফোবি ছত্রাক কাণ্ড , পাতা , ফুল পাতায় বিভিন্নআকারের ছোট ছোট মরিচা রঙের গুটি দেখা যায়। পওে তা বাদামি ও কালো রঙ ধারণ করে।