চীনাবাদাম এর পোকার তথ্য

পোকামাকড় নাম ফসলের যে অংশে আক্রমণ করে পোকামাকড় চেনার উপায় প্রধান ক্ষতির লক্ষণ
জ্যাসিড / শোষক পোকা কাণ্ড , পাতা , ডগা , কচি পাতা ক্ষুদ্র সবুজ পোকা। এদের দেহ লম্বা। রং বাদামী সবুজ বর্ণের হয়ে থাকে। এরা পাতার নিচের পৃষ্ঠে থাকে। কচি পাতা ও নরম কাণ্ড হতে রস চুসে খায় ও এক প্রকার বিষাক্ত পদার্থ নিঃসৃত করে। এর ফলে পাতার অগ্রভাগ বাদামী বর্ণ ধারণ করে। আক্রান্ত পাতা কুকচে যায়। ফলে বৃদ্ধি ব্যাহত হয়, ফুল ও ফল ধারণ বাধাগ্রস্ত হয়।
উঁইপোকা
বীজ পোকা সাদা, শরীর নরম, মাথা লাল এবং কাঁচির মত দুটি দাত আছে। এরা দলবব্ধ হয়ে গাছের প্রধান শিকড় কেটে দেয় ও শিকড়ের ভিতরে গর্ত সৃষ্টি করে। মাটির নিচে বাদামের খোসা ছিদ্র করে বীজ খায়।
পিপড়া
ফল , শিকড় এরা খুবই ছোট কালো ও লাল উভয় রঙের হয়ে থাকে। জমিতে বাদাম লাগানোর পর পরেই পিঁপড়া আক্রমণ করে রোপিত বাদামের দানা সব খেয়ে ফেলে।
জ্যাসিড / শোষক পোকা পাতা ক্ষুদ্র সবুজ পোকা। এদের দেহ লম্বা। রং বাদামী সবুজ বর্ণের হয়ে থাকে। এরা পাতার নিচের পৃষ্ঠে থাকে। এর ফলে পাতার অগ্রভাগ বাদামী বর্ণ ধারণ করে। আক্রান্ত পাতা কুকচে যায়।