পেঁয়াজ এর রোগের তথ্য

রোগের নাম রোগের কারণ ফসলের যে অংশে আক্রমণ করে প্রধান ক্ষতির লক্ষণ
পেঁয়াজের গলা ও কন্দ পঁচা রোগ ছত্রাক কাণ্ড , কান্ডের গোঁড়ায় পেঁয়াজের পাতা হালকা সবুজ হতে হলুদ রং ধারণ করে এবং আগা থেকে পাতা শুকাতে থাকে। এক সময় গোড়ায় পানি ভেজা পঁচন দেখা যায় এবং অনেক সময় গাছ গোড়ায় ভেঙ্গে যায়।
পেঁয়াজের ড্যাম্পিং অফ রোগ ছত্রাক কাণ্ড , কান্ডের গোঁড়ায় চারার গোড়া পঁচে যায়। চারা নেতিয়ে পড়ে ।
হোয়াইট রট ছত্রাক পাতা , কান্ডের গোঁড়ায় এ রোগের আক্রমণে পুরাতন পাতা হলুদ হয়ে নেতিয়ে পড়ে। শিকড় ও কন্দের বাইরের আবরণে পচন ধরে। একধরণের ছত্রাকের আক্রমণে এ রোগ হয়।