রোগের নাম | রোগের কারণ | ফসলের যে অংশে আক্রমণ করে | প্রধান ক্ষতির লক্ষণ |
---|
সয়াবিনের উইল্ট রোগ | ছাত্রাক | পাতা , কান্ডের গোঁড়ায় | পাতাগুলো আস্তে আস্তে হলুদ হয়ে যায়।গাছ মরে যেতে দেখা যায়। গাছের গোড়ায় পচা টিস্যু দেখা যায় । |
সয়াবিনের মোজাইক | ভাইরাস | পাতা , কচি পাতা | এ রোগ হলে গাছে হলুদ ও গাঢ় সবুজ ছোপ ছোপ মোজাইক করা পাতা দেখা দেয় |
সয়াবিনের পাতার রাস্ট | ছাত্রাক | পাতা | বয়স্ক গাছেই এ রোগের আক্রমণ বেশি হয় । পাতার নিচের দিকে্ প্রথমে মরিচা পড়ার ন্যায় সামান্য উচু বিন্দুর মত দাগ দেখা যায় । আক্রমণ বেশি হলে পাতার উপরের পিঠে এ রোগ দেখা যায় । |
সয়াবিনের পাউডারী মিলডিউ | ছাত্রাক | কাণ্ড , পাতা | পাতা ও গাছের গায়ে সাদা পাউডারের মত দাগ দেখা যায়, যা ধীরে ধীরে সমস্ত পাতায় ছড়িয়ে পড়ে । আক্রান্ত বেশী হলে পাতা হলুদ বা কালো হয়ে মারা যায় । |