মুগ এর রোগের তথ্য

রোগের নাম রোগের কারণ ফসলের যে অংশে আক্রমণ করে প্রধান ক্ষতির লক্ষণ
হলদে মোজাইক ভাইরাস ভাইরাস পাতা আক্রান্ত পাতার উপর হলদে-সবুজ ছোপ ছোপ দাগ পড়ে। সাধারণত কচি পাতা প্রথমে আক্রান্ত হয়।
মুগের পাউডারি মিলডিউ ছত্রাক পাতা এ রোগে পাতার উপরে পাউডারের মত আবরণ পড়ে। সাধারণত: শুকনো মৌসুমে এ রোগের প্রকোপ বেশি দেখা যায়।
পাতার দাগ রোগ ছত্রাক পাতা পাতায় ছোট ছোট লালচে বাদামি বর্ণের গোলাকৃতি হতে ডিম্বাকৃতির দাগ পড়ে। আক্রান্ত পাতার উপর ছিদ্র হয়ে যায়। আক্রমণের মাত্রা বেশি হলে সম্পূর্ণ পাতা ঝলসে যায়।