রোগের তথ্য

ফসল রোগের নাম রোগের কারণ ফসলের যে অংশে আক্রমণ করে প্রধান ক্ষতির লক্ষণ
পটল পটলের গামি স্টেম ব্লাইট - আগা , কাণ্ড , পাতা , সব , ফল , শিকড় , ফুল , কান্ডের গোঁড়ায় , বীজ পাতায় পানি ভেজা দাগ দেখা যায়। ব্যপক আক্রমনে পাতা পচে যায়। কান্ড ফেটে লালচে আঠা বের হয়।
পটল পটলের গামি স্টেম ব্লাইট - আগা , কাণ্ড , ডগা , সব , ফল , বীজ এ রোগ হলে পাতায় পানি ভেজা দাগ দেখা যায়। ব্যপক আক্রমনে পাতা পচে যায়। কান্ড ফেটে লালচে আঠা বের হয়।
পটল পটলের শুটি মোল্ড - আগা , কাণ্ড , পাতা , কচি পাতা , সব , ফল , শিকড় , বীজ আক্রান্ত পাতা ও গাছে গায়ে কাল রংগের কালির মত ময়লা দেখা যায়। সাদা মাছি বা স্কেল পোকার আক্রমণে সুটি মোল্ড ছত্রাক এ রোগ ছড়ায়।
তরমুজ ফিউজেরিয়াম উইল্ট
ছত্রাক সব চারা ও বড় গাছের পাতা এবং গাছ হঠাৎ করে ঢলে পড়ে। পাতা হলুদ বা বাদামী রং ধারণ করে, পরবর্তী সময়ে সম্পূর্ণ গাছ মারা যায়।
তরমুজ এনথ্রাকনোজ
ছত্রাক সব পাতা, পাতার বোটা, কাণ্ড এবং ফলে বাদামী থেকে কালচে দাগ দেখা যায়।