পাট এর পোকার তথ্য

পোকামাকড় নাম ফসলের যে অংশে আক্রমণ করে পোকামাকড় চেনার উপায় প্রধান ক্ষতির লক্ষণ
উড়চুংগা
শিকড় , কান্ডের গোঁড়ায় পূর্ণবয়স্ক পোকা ৫ সেমিঃ পর্যন্ত লম্বা কালো বাদামি রঙের, মাথা সামনের দিকে চ্যাপ্টা, চোখগুলো বড়, লম্বা শুঙ্গ বিশিষ্ট যাহা বহুখণ্ডে বিভক্ত, পেছনের পা জোড়া বেশ মোটা ও লম্বা এবং পায়ে সারি সারি কাটা আছে। চৈত্রের মাঝামাঝি থেকে জ্যৈষ্ঠের প্রথম সপ্তাহ পর্যন্ত( এপ্রিলের ১ম সপ্তাহ থেকে মে মাসের শেষ) আক্রমণ করে । পাটের চারা এ পোকা দ্বারা ক্ষতিগ্রস্ত হয়। এরা দিনের বেলা গর্তে লুকিয়ে থাকে এবং সন্ধার পর গর্ত হতে বের হয়ে চারা গাছের গোঁড়ার অংশ খায় ও গোড়া কেটে দেয়। এ পোকার আক্রমণের ফলে ক্ষেতের মাঝে মাঝে মরা গাছ দেখা যায়। অনাবৃষ্টির সময় এদের আক্রমন বেড়ে যায় এবং বৃষ্টিপাতের পর এদের আক্রমন কমে যায়। ইহা মুখ্য পোকা হিসাবে চিহ্নিত ।