ফসল | পোকামাকড় নাম | ফসলের যে অংশে আক্রমণ করে | পোকামাকড় চেনার উপায় | প্রধান ক্ষতির লক্ষণ |
---|
কলা | কলা গাছের কান্ডের উইভিল | আগা , কাণ্ড , পাতা , কান্ডের গোঁড়ায় | পূর্ণবয়স্ক পোকা ১০.০-১৩.০ মিমি লম্বা । বাচ্চা ৮-১২ মিমি লম্বা । পূর্ণবয়স্ক পোকার রং চকচকে কালো। উপরের শক্ত আব রণ কিছুটা খাটো। মুচখভ দুই পাশে শুড় আছি। বাচ্চা হাল কা হলদে সাদা, মজবুত , মাংশাল, পাহীন,গুটিয়ে থাকে। | পূর্ণবয়স্ক উইভিল কলা গাছের গোড়ায় শিকড়ের উপর ডিম পাড়ে । ডিম ফুটে গ্রাব (বাচ্চা) বের হয় এবং ভেতরে ঢুকে যায় । ক্রমেই এটি উপর দিকে উঠে ও কান্ডের মাঝে কুরে কুরে খায় ও আক্রান্ত অংশ পচে যায় । আক্রমণের মাত্রা বেশি হলে ডগার পাতা শুকিয়ে যায় এবং কোন কলা হয় না এবং গাছ মরে যায় । |
ফুল কপি | কপির কাটুই পোকা | কান্ডের গোঁড়ায় | মথমাঝারি আকারের ধুসর রঙের কালসে ছোপ ছোপ ডোরাকাটা। পাখায় হালকা ঝালরের মতো সুক্ষ পশম থাকে। কীড়া নরম ৩-৪ সেমি, মেটে রঙ; মাথার অংশ কালচে হাদামিগ দ্রহের পীঠ বরার লম্বা লম্বি হালকা ধূসর /কালো চওড়া রেখা আছে। পুত্তলি গাঢ় বাদামি কাটার মতো অঙ্গ থাকে। | রাতের বেলা মাটি বরাবর চারার গোড়া কেটে দেয়। সকাল বেলা চারা মাটিতে পড়ে থাকতে দেখা যায় । |
পটল | পটলের স্কেল/খোসা পোকা | কাণ্ড , পাতা , সব , শিকড় , কান্ডের গোঁড়ায় | - | ছোট আকৃতির এ পোকা গাছের পাতা, পাতার বোঁটা, কচি ডগা এবং ফল হতে রস চুষে খেয়ে গাছের ক্ষতি করে । এরা দু’ভাবে ক্ষতি করে থাকে । প্রথমতঃ রস চুষে খাওয়ার ফলে গাছের জীবনীশক্তি হ্রাস পায় । দ্বিতীয়তঃ রস চুষে খাওয়ার সময় এরা গাছের রসের মধ্যে এক প্রকার বিষাক্ত পদার্থ অন্তঃক্ষেপ করে । ফলে আক্রান্ত পাতা, ডগা ও ফলের উপর হলদে দাগ দেখা যায় । মারাত্মকভাবে আক্রান্ত গাছের সমস্ত পাতা ফ্যাকাশে হয়ে যেতে পারে।
|
পটল | পটলের সাদা মাছি পোকা | আগা , পাতা , ডগা , সব , ফল , শিকড় , কান্ডের গোঁড়ায় | - | পূর্ণ বয়স্ক ও বাচ্চা উভয়ই ক্ষতি করে । চারা গাছ থেকে শুরু করে শেষ পর্যন্ত এরা পাতার রস খায় । আক্রান্ত পাতা বিবর্ণ হয় ।পাতা কুকড়ে যায়।
|
পটল | পটলের পাতামোড়ানো পোকা | আগা , কাণ্ড , পাতা , কচি পাতা , কান্ডের গোঁড়ায় | - | * ক্ষেত পরিস্কার পরচ্ছন্ন রাখুন । * ক্ষেতে ডাল পুতে পাখি বসার ব্যবস্থা করুন ( বিঘা প্রতি ৮-১০ টি) * নিয়মিত মাঠ পরিদর্শন করে আক্রমণের শুরুতেই ব্যবস্থা নিন
|
বেগুন | কাটুই পোকা | শিকড় , কান্ডের গোঁড়ায় | ছোট আকারের মথ , হালকা বাদামি রং এর দুই জোড়া পাখা যুক্ত, নিশাচর। ভিতরের পাখাতে ধুসর শিরা/ জালিকা দেখা যায়। কীড়ার রং বেগুনী থেকে বাদামি বেগুনী।
| রাতে চারার গোড়া কেটে ফেলে
|
পেঁয়াজ | পেঁয়াজের কাঁটুই পোকা | কাণ্ড , কান্ডের গোঁড়ায় | বয়সী পোকা এক ধরনের মথ । ডিম ফুটে কালো মাথাওয়ালা মেটে রঙের ৫-৬ সেমি কীড়া ফসলের করে | এ পোকা রাতের বেলা চারা মাটি বরাবর কেটে দেয়। সকাল বেলা চারা মাটিতে পড়ে থাকতে দেখা যায় । |
মিষ্টি আলু | মিষ্টি আলুর সুড়ঙ্গকারী পোকা | কাণ্ড , ডগা , কান্ডের গোঁড়ায় | - | ক্ষুদ্র কীড়া পাতার দুইপাশের সবুজ অংশ খেয়ে ফেলে। তাই পাতার উপর আঁকা বাঁকা রেখার মত দাগ পড়ে এবং পাতা শুকিয়ে ঝড়ে যায়। |
মিষ্টি আলু | কাটুই পোকা | কান্ডের গোঁড়ায় | ৫০ মিমি লম্বা, শরীর নরম ও তেলতেলে। মাথা কালচে, দেহ বদামী বা মেটে রঙের পীঠ বরাবর ও তার পাশে সমান্তরাল ভাবে হালকা ধূসর বা কাল চওড়া দাগ আছে।
পুত্তলীঃ অপেক্ষাকৃত ছোট গাঢ় বাদামী রঙের তাবিজের মত। কাঁটার মত একটি অঙ্গ থাকে।
মথঃ অপেক্ষাকৃত মাঝারী আকারের ধূসর রঙের মধ্য কালচে ছোপ ছোপ ডোরা দাগ আছে। পাখার নিচের দিখে ঝালরের মতো চিকণ পশম আছে। | পূর্ণ বয়স্ক ও বাচ্চা গাছের গোড়া কেটে দেয়। |
মিষ্টি আলু | মিষ্টি আলুর উইভিল পোকা | পাতা , ডগা , ফল , কান্ডের গোঁড়ায় | পূর্ণ বয়স্ক পোকা প্রায় ৬ মিমি লম্বা ; ১∙৪ মিমি চওড়া । মাথায় শুঁড়ের মতো একটি মুখাংশ আসে । মাথা ও শাখার উপরি ভাগ গাঢ় নীল চোখ এবং পা উজ্জল লাল- কমলা বর্ণের | পাতা খেয়ে ছিদ্র করে এবং লতার ভিতরে ঢুকে কচি অংশ খেয়ে গাছ মেরে ফেলে। জীড়া কন্দমূলের / মিষ্টি ভিতরে আঁকাবাঁকা সুড়ং করে খাবার অযোগ্য করে । |
মরিচ | ক্ষুদে মাকড় (মাইট)
 | আগা , কাণ্ড , পাতা , কান্ডের গোঁড়ায় | এ পোকা দেখতে অত্যন্ত ছোট, সাধারণত হাত লেন্সের সাহায্য ছাড়া দেখা যায় না। পোকা উপবৃত্তাকার, উজ্জ্বল, হলদে সবুজ বর্ণের আট পা বিশিষ্ট।
| মাইট গাছের রস শোষণ করে এবং পানি স্বাভাবিক প্রবাহ বিঘ্নিত হয়। পাতা ফ্যাঁকাসে, মোচড়ানো এবং নিচের দিকে নৌকার মত বাঁকানো হয়। পাতা চামড়ার মত হয়ে যায় এবং শিরাগুলো মোটা হয়। পাতা এবং কচি কাণ্ড লালচে বর্ণের হয়। ফুলের কুঁড়ি বাঁকানো এবং মোচড়ানো হয়। পাতার নিচের পৃষ্ঠে জাল দেখা যায়।
|
পাট | উড়চুংগা
 | শিকড় , কান্ডের গোঁড়ায় | পূর্ণবয়স্ক পোকা ৫ সেমিঃ পর্যন্ত লম্বা কালো বাদামি রঙের, মাথা সামনের দিকে চ্যাপ্টা, চোখগুলো বড়, লম্বা শুঙ্গ বিশিষ্ট যাহা বহুখণ্ডে বিভক্ত, পেছনের পা জোড়া বেশ মোটা ও লম্বা এবং পায়ে সারি সারি কাটা আছে। | চৈত্রের মাঝামাঝি থেকে জ্যৈষ্ঠের প্রথম সপ্তাহ পর্যন্ত( এপ্রিলের ১ম সপ্তাহ থেকে মে মাসের শেষ) আক্রমণ করে । পাটের চারা এ পোকা দ্বারা ক্ষতিগ্রস্ত হয়। এরা দিনের বেলা গর্তে লুকিয়ে থাকে এবং সন্ধার পর গর্ত হতে বের হয়ে চারা গাছের গোঁড়ার অংশ খায় ও গোড়া কেটে দেয়। এ পোকার আক্রমণের ফলে ক্ষেতের মাঝে মাঝে মরা গাছ দেখা যায়। অনাবৃষ্টির সময় এদের আক্রমন বেড়ে যায় এবং বৃষ্টিপাতের পর এদের আক্রমন কমে যায়। ইহা মুখ্য পোকা হিসাবে চিহ্নিত । |
টমেটো | ফলছিদ্রকারী পোকা
 | কাণ্ড , ডগা , ফল , কান্ডের গোঁড়ায় | প্রাপ্ত বয়স্ক ও বড় আকারের কীড়ার গায়ের রঙ কিছুটা কালো ধরণের এবং গায়ের উপর লম্বালম্বি দাগ থাকে। পুত্তলি গাঢ় বাদামি রঙের ও পিছনের দিকে দুইটি ধারালো কাটা থাকে। মথ হালকা বাদামি রঙের। | ফল ছিদ্র করে ভিতরে কুড়ে কুড়ে খায়। |