পোকার তথ্য

ফসল পোকামাকড় নাম ফসলের যে অংশে আক্রমণ করে পোকামাকড় চেনার উপায় প্রধান ক্ষতির লক্ষণ
মুগ ফল ছিদ্রকারী পোকা পাতা , ডগা , কচি পাতা এ পোকার মথ বড় (প্রায় ১ ইঞ্চি)। বাদামী রঙের মথগুলো রাতে সক্রিয় হয়। পূর্ণবয়স্ক কীড়া ১.৫ থেকে ২ ইঞ্চি। ফল আসার আগে গাছের পাতা ও কচি ডগা খায়। ফল আসার পরে কীড়া বড় হয়ে ফলের ভেতর ঢুকে বীজ খেয়ে ফেলে।
পটল পটলের কাঁটালে/ কাঁঠালে পোকা কাণ্ড , পাতা , ডগা , ফল , শিকড় , ফুল - পূর্ণ বয়স্ক বিটল ও গ্রাব উভয়েই পাতা খায় । আক্রন্ত পাতা ঝাঁঝরা করে, পরে পাতা শুকিয়ে যায় এবং ঝরে পাড়ে
বেগুন জ্যেসিড/ শোষক পোকা/ হোপার/ শ্যামা পোকা পাতা , ডগা , কচি পাতা হালকা সবুজ রংয়ের ফড়িং জাতীয় পোকা, পাখার পিছনে কাল দাগ আছে। বাচ্চা ও সবুজ ধরনের। কচি পাতার রস চুষে খাওয়ায় পাতা কুকড়ে নিচের দিকে বেকে আসে, পাতা বিবর্ন হয়ে তামাটে রং ধারণ করে ,পরে মারা যায়।
বেগুন ডগা ও ফল ছিদ্রকারী পোকা ডগা , ফল ছোট আকারের মথ , ৮-১২ মি মি লম্বা সাদা রং এর দুই জোড়া পাখাতে ছিট ছিট বাদামি দাগ থাকে, স্ত্রী মথ একটু বড় ডগা ও ফল ছিদ্র করে কুড়ে খায়। আক্রান্ত ডগা ঢলে পড়ে শুকিয়ে যায় । ফলে আক্রমন হলে তা খাওয়ার অনুপযোগী হয়ে যায়
মিষ্টি আলু মিষ্টি আলুর উইভিল পোকা পাতা , ডগা , ফল , কান্ডের গোঁড়ায় পূর্ণ বয়স্ক পোকা প্রায় ৬ মিমি লম্বা ; ১∙৪ মিমি চওড়া । মাথায় শুঁড়ের মতো একটি মুখাংশ আসে । মাথা ও শাখার উপরি ভাগ গাঢ় নীল চোখ এবং পা উজ্জল লাল- কমলা বর্ণের পাতা খেয়ে ছিদ্র করে এবং লতার ভিতরে ঢুকে কচি অংশ খেয়ে গাছ মেরে ফেলে। জীড়া কন্দমূলের / মিষ্টি ভিতরে আঁকাবাঁকা সুড়ং করে খাবার অযোগ্য করে ।
টমেটো ফলছিদ্রকারী পোকা
কাণ্ড , ডগা , ফল , কান্ডের গোঁড়ায় প্রাপ্ত বয়স্ক ও বড় আকারের কীড়ার গায়ের রঙ কিছুটা কালো ধরণের এবং গায়ের উপর লম্বালম্বি দাগ থাকে। পুত্তলি গাঢ় বাদামি রঙের ও পিছনের দিকে দুইটি ধারালো কাটা থাকে। মথ হালকা বাদামি রঙের। ফল ছিদ্র করে ভিতরে কুড়ে কুড়ে খায়।