পোকার তথ্য

ফসল পোকামাকড় নাম ফসলের যে অংশে আক্রমণ করে পোকামাকড় চেনার উপায় প্রধান ক্ষতির লক্ষণ
পটল পটলের কাঁটালে/ কাঁঠালে পোকা কাণ্ড , পাতা , ডগা , ফল , শিকড় , ফুল - পূর্ণ বয়স্ক বিটল ও গ্রাব উভয়েই পাতা খায় । আক্রন্ত পাতা ঝাঁঝরা করে, পরে পাতা শুকিয়ে যায় এবং ঝরে পাড়ে
বেগুন জাব পোকা কাণ্ড , পাতা , কচি পাতা , ফুল পূর্নাঙ্গ পোকা এবং বাচ্চা উভয় ই দেখতে ছোট আকৃতির, নরম, বাদামি অথবা বাদামি কাল রঙের । দলবদ্ধ ভাবে থাকে। দেহের পিছনে উভয় দিকে একজোড়া কালো নল আছে। পূর্নাঙ্গ পোকা এবং বাচ্চা গাছের পাতা, কচি কাণ্ড, ফুল ও ফলের কুঁড়ি, বোটা এবং ফলের কচি অংশের রস চুষে খায়, ফলে গাছ দুর্বল ও হলুদ হয়ে যায়, পাতা কুচকে যায় । ফুল ও ফল অবস্থায় আক্রমন হলে ফুলের কুঁড়ি ঝারে পড়ে । আক্রমনের মাত্রা বেশি হলে কচি ডগা মারা যায়।
বেগুন কাঁটালে/কাঁঠালে পোকা/ইপিলেকনা বিটল কাণ্ড , পাতা , শিকড় বয়স্ক পোকা ডিম্বাকৃতির , হালকা থেকে গাঢ় লাল, ৬-৭ মিলি লম্বা পোকা, উপরের পাখনায় কয়েক জোড়া দাগ থাকে। কীড়ার গায়ের রং হলুদ, চ্যাপ্টা, গায়ে কাঁটা থাকে । দেখতে আনেকটা কাঁঠালের মতো দলবদ্ধভাবে আক্রমন করে। আক্রান্ত পাতার সবুজ আংশ খেয়ে জালিকার মত ঝাঁঝরা করে ফেলে।
মসুর ফল ছিদ্রকারী পোকা কাণ্ড , পাতা , ফল , ফুল কচি পতা, ফুল ও ডগা কীড়ায় আক্রমণ করে। ফল বাড়ার সময়ে কীড়া ফল ছিদ্র কওে নরম অংশ খায়। -
ভুট্টা আদার কান্ড ছিদ্রকারি পোকা কাণ্ড এক ধরণের মথ ডিম থেকে বের হওয়ার পর সদ্যজাত কীড়া আদার গাছ ছিদ্র করে ভেতরে ঢুকে এবং গাছের মাঝের অঙ্গ খায়। আক্রান্ত গাছ হলুদ হয়ে যায়। পরবর্তীকালে মাইজ পাতা শুকিয়ে যায়।
টমেটো ফলছিদ্রকারী পোকা
কাণ্ড , ডগা , ফল , কান্ডের গোঁড়ায় প্রাপ্ত বয়স্ক ও বড় আকারের কীড়ার গায়ের রঙ কিছুটা কালো ধরণের এবং গায়ের উপর লম্বালম্বি দাগ থাকে। পুত্তলি গাঢ় বাদামি রঙের ও পিছনের দিকে দুইটি ধারালো কাটা থাকে। মথ হালকা বাদামি রঙের। ফল ছিদ্র করে ভিতরে কুড়ে কুড়ে খায়।