ক্যাটাগরি

ফসলের রোগ



ফসলের জাত পরিচিত

ফসলের পোকামাকড়

সেচ ব্যবস্থাপনা

আবহাওয়া ও দূর্যোগ ব্যবস্থাপনা

চাষপদ্ধতি

বীজ উৎপাদন ও সংরক্ষণ

মৃত্তিকা ও সার ব্যবস্থাপনা

ফসল সংগ্রহ ও সংরক্ষণ

আগাছা ব্যবস্থাপনা

বীজ ও বীজতলা

খামার যন্ত্রপাতি

কৃষি উপকরণ

ফসলের পুষ্টি মান

বাজারজাতকরণ

রোগের তথ্য

ফসল রোগের নাম রোগের কারণ ফসলের যে অংশে আক্রমণ করে প্রধান ক্ষতির লক্ষণ
লাউ এনথ্রাকনোজ/ফল পচা রোগ ছত্রাক পাতা , ফল পাতায় গোলাকার দাগ দেখা যায়। কুয়াশায় পাতার পচন লক্ষ করা যায়। বীজ চাল কুমড়া পাকার কিচগু দিন আগেই ফলে এর লক্ষণ প্রকাশ পায়। প্রথমে ছোট কালো দাগ, এর মাঝটুকু সামান্য উচু হয়। দাগ বেড়ে পুরা ফলে কালো ছোপ ছোপ দাগ হেয়ে ফল পচে যায়।
লাউ মোজাইক ভাইরাস রোগ ভাইরাস পাতা , ফল চারা গজানোগাছের পাতায় হলুদ ও গাঢ় সবুজ ছোপ ছোপ মোজাইক করা পাতা দেখা দেয়।
পেঁয়াজ পেঁয়াজের কন্দ ফেটে যাওয়া সমস্যা অ জীবানু ঘটিত কাণ্ড , পাতা , বীজ দীর্ঘ খরা হলে বা শুষ্ক ও গরম হাওয়ার ফলে শারীরবৃত্তীয় কারণে অথবা মাটি অধিক শক্ত থাকলে অথবা হঠাৎ সেচ দেয়া বা অতিরিক্ত নাইট্রোজেন সার বা হরমোন প্রয়োগের কারণে পেঁয়াজের কন্দ ফেটে যেতে পারে।
পেঁয়াজ পেঁয়াজের পার্পল ব্লচ Alternaria porri এবং Stemphylium botryosum ছত্রাকের আক্রমনে এ রোগ হয়। কাণ্ড , পাতা , বীজ প্রথমে পাতা ও বীজবাহী কান্ডে ক্ষুদ্র ক্ষুদ্র পানি ভেজা বাদামী বা হলুদ রং এর দাগের সৃষ্টি হয়। * দাগগুলি ধীরে ধীরে বৃদ্ধি পেয়ে বড় দাগে পরিণত হয়।* দাগের মধ্যবর্তী অংশ প্রথমে লালচে বাদামী ও পরবর্তীতে কালো বর্ণ ধারণ করে এবং দাগের কিনারা বেগুনী বর্ণ ধারণ করে। * আক্রান্ত পাতা উপরের দিক হতে ক্রমান্বয়ে মরে যেতে থাকে। ব্যাপকভাবে আক্রান্ত পাতা ৩-৪ সপ্তাহের মধ্যে হলদে হয়ে মরে যায়। * বীজবাহী কান্ডের গোড়ায় আক্রান্ত স্থানের দাগ বৃদ্ধি পেয়ে হঠাৎ ভেঙ্গে পড়ে। * এ রোগের আক্রমণের ফলে বীজ অপুষ্ট হয় এবং ফলন হ্রাস পায়। * রোগ মারাত্মক আকার ধারণ করলে সুস্থ বীজ উৎপাদন সম্ভবপর হয় না।
পেঁয়াজ পেঁয়াজের বাল্ব পচা রোগ - কাণ্ড , পাতা , বীজ এ রোগের আক্রমনে পাতায় ও বীজকান্ডে পানি ভেজা তামাটে, বাদামি বা হালকা বেগুনি রংয়ের দাগ দেখা যায়।আক্রান্ত পাতা উপর থেকে মরে আসে। এক সময় গাছ ভেঙ্গে যায়। একধরণের ছত্রাকের আক্রমণে এ রোগ হয়।
সয়াবিন সয়াবিনের উইল্ট রোগ ছাত্রাক পাতা , কান্ডের গোঁড়ায় পাতাগুলো আস্তে আস্তে হলুদ হয়ে যায়।গাছ মরে যেতে দেখা যায়। গাছের গোড়ায় পচা টিস্যু দেখা যায় ।
সয়াবিন সয়াবিনের মোজাইক ভাইরাস পাতা , কচি পাতা এ রোগ হলে গাছে হলুদ ও গাঢ় সবুজ ছোপ ছোপ মোজাইক করা পাতা দেখা দেয়
সয়াবিন সয়াবিনের পাতার রাস্ট ছাত্রাক পাতা বয়স্ক গাছেই এ রোগের আক্রমণ বেশি হয় । পাতার নিচের দিকে্ প্রথমে মরিচা পড়ার ন্যায় সামান্য উচু বিন্দুর মত দাগ দেখা যায় । আক্রমণ বেশি হলে পাতার উপরের পিঠে এ রোগ দেখা যায় ।
সয়াবিন সয়াবিনের পাউডারী মিলডিউ ছাত্রাক কাণ্ড , পাতা পাতা ও গাছের গায়ে সাদা পাউডারের মত দাগ দেখা যায়, যা ধীরে ধীরে সমস্ত পাতায় ছড়িয়ে পড়ে । আক্রান্ত বেশী হলে পাতা হলুদ বা কালো হয়ে মারা যায় ।
মিষ্টি আলু পাতায় দাগ পড়া ছ্ত্রাক পাতা পাতার উপরে বড় ঘন রঙের দাগ পড়েরে তা বড় হয়ে পাতা নষ্ট হয়ে যায়।
আলু মোজাইক মোজাইক ভাইরাস কাণ্ড , পাতা আক্রান্ত পাতা হলদে হয়ে যায়, বিচিত্র আকারের দাগ দেখা যায়, কুকড়ে যায় । গাছ ছোট হয়ে যায়।
আলু পাতা মোড়ানো রোগ পাতা মোড়ানো ভাইরাস জাব পোকা কাণ্ড , পাতা আক্রান্ত পাতা খস খসে , খাড়া ও উপরের দিকে মুড়ে যায়। আগার পাতার রঙ হালকা সবুজ হয়, গাছের বৃদ্ধি থেমে যায়। কখনো পাতার কিনারা লালচে বেগুনি রঙের হয়। গাছ খাটো হয় এবং সোজা হয়ে দাড়েয়ে থাকে। গাছ নাড়া দিলে ঝন ঝন শব্দ হয় । আলু আকারে ছোট ও সংখ্যায় কম হয়
আলু আগাম ধ্বসা (আর্লি ব্লাইট রোগ) Alternaria solani নামক ছত্রাক কাণ্ড , পাতা , ডগা প্রথমে নিচের পাতায় ছোট ছোট কাল থেকে বাদামি চক্রাকার দাগ দেখা যায়। দাগের চারিদিক হলুদ সবুজ বলয় দেখা যায়। যা দেখতে আনেকটা গো- চোখের মত। আক্রমন বেশি হলে অনেকগুলো দাগ একত্রে মিশে যায়। গাছ হলদে হয়ে পাতা নুয়ে পড়ে , অকালে মারা যায়।
আলু আলুর মড়ক বা নাবী ধ্বসা (লেইট ব্লাইট) Phytophtora infestans নামক ছত্রাক আগা , কাণ্ড , পাতা , ডগা , কচি পাতা , ফল , শিকড় , কান্ডের গোঁড়ায় আক্রমনে প্রথমে পাতায় ছোপ ছোপ বা ভেজা ভেজা ফ্যাকাসে গোলাকার বা এলোমেলো দাগ দেখা দেয় । গাছের কান্ড এবং টিউবারেও রোগের আক্রমন দেখা যায় । পাতার নিচে সাদা সাদা পাউডারের মত ছত্রাক দেখা যায় ।পাতার উপরে বাদামি দাগ গুলো বেড়ে বৃত্তাকার রেখার সৃষ্টি করে পরে পাতা ও কান্ড শুকিয়ে যায়।এসময় মনে হয় যেন জমির ফসল পুড়ে গেছে। কম তাপমাত্রা এবং কুয়াশাযুক্ত আবহাওয়ায় আক্রান্ত গাছের পুরো লতাপাতা ও কান্ড পচে যায় এবং ২-৩ দিনের মধ্যেই সমস্ত গাছই মেরে ফেলতে পারে । আক্রান্ত ক্ষেতে পাতা পচার পোড়া গন্ধ পাওয়া যায় ।
পেঁয়াজ হোয়াইট রট ছত্রাক পাতা , কান্ডের গোঁড়ায় এ রোগের আক্রমণে পুরাতন পাতা হলুদ হয়ে নেতিয়ে পড়ে। শিকড় ও কন্দের বাইরের আবরণে পচন ধরে। একধরণের ছত্রাকের আক্রমণে এ রোগ হয়।