রোগের নাম | রোগের কারণ | ফসলের যে অংশে আক্রমণ করে | প্রধান ক্ষতির লক্ষণ |
---|
পেঁয়াজের কন্দ ফেটে যাওয়া সমস্যা | অ জীবানু ঘটিত | কাণ্ড , পাতা , বীজ | দীর্ঘ খরা হলে বা শুষ্ক ও গরম হাওয়ার ফলে শারীরবৃত্তীয় কারণে অথবা মাটি অধিক শক্ত থাকলে অথবা হঠাৎ সেচ দেয়া বা অতিরিক্ত নাইট্রোজেন সার বা হরমোন প্রয়োগের কারণে পেঁয়াজের কন্দ ফেটে যেতে পারে। |
পেঁয়াজের পার্পল ব্লচ | Alternaria porri এবং Stemphylium botryosum ছত্রাকের আক্রমনে এ রোগ হয়। | কাণ্ড , পাতা , বীজ | প্রথমে পাতা ও বীজবাহী কান্ডে ক্ষুদ্র ক্ষুদ্র পানি ভেজা বাদামী বা হলুদ রং এর দাগের সৃষ্টি হয়। * দাগগুলি ধীরে ধীরে বৃদ্ধি পেয়ে বড় দাগে পরিণত হয়।* দাগের মধ্যবর্তী অংশ প্রথমে লালচে বাদামী ও পরবর্তীতে কালো বর্ণ ধারণ করে এবং দাগের কিনারা বেগুনী বর্ণ ধারণ করে। * আক্রান্ত পাতা উপরের দিক হতে ক্রমান্বয়ে মরে যেতে থাকে। ব্যাপকভাবে আক্রান্ত পাতা ৩-৪ সপ্তাহের মধ্যে হলদে হয়ে মরে যায়। * বীজবাহী কান্ডের গোড়ায় আক্রান্ত স্থানের দাগ বৃদ্ধি পেয়ে হঠাৎ ভেঙ্গে পড়ে। * এ রোগের আক্রমণের ফলে বীজ অপুষ্ট হয় এবং ফলন হ্রাস পায়। * রোগ মারাত্মক আকার ধারণ করলে সুস্থ বীজ উৎপাদন সম্ভবপর হয় না। |
পেঁয়াজের গলা ও কন্দ পঁচা রোগ | ছত্রাক | কাণ্ড , কান্ডের গোঁড়ায় | পেঁয়াজের পাতা হালকা সবুজ হতে হলুদ রং ধারণ করে এবং আগা থেকে পাতা শুকাতে থাকে। এক সময় গোড়ায় পানি ভেজা পঁচন দেখা যায় এবং অনেক সময় গাছ গোড়ায় ভেঙ্গে যায়। |
পেঁয়াজের ড্যাম্পিং অফ রোগ | ছত্রাক | কাণ্ড , কান্ডের গোঁড়ায় | চারার গোড়া পঁচে যায়। চারা নেতিয়ে পড়ে । |
পেঁয়াজের বাল্ব পচা রোগ | - | কাণ্ড , পাতা , বীজ | এ রোগের আক্রমনে পাতায় ও বীজকান্ডে পানি ভেজা তামাটে, বাদামি বা হালকা বেগুনি রংয়ের দাগ দেখা যায়।আক্রান্ত পাতা উপর থেকে মরে আসে। এক সময় গাছ ভেঙ্গে যায়। একধরণের ছত্রাকের আক্রমণে এ রোগ হয়। |
বোট্রাইটিস ব্লাইট | ছত্রাক | কাণ্ড | এ রোগের আক্রমণে পাতায় সবুজাব আবরণে ঘেরা সাদাটে দাগ দেখা যায়।আক্রান্ত পাতা উপর থেকে মরে যেতে পারে। একধরণের ছত্রাকের আক্রমণে এ রোগ হয়। |
স্টক রট | ছত্রাক | কাণ্ড , বীজ | এ রোগের আক্রমণে বীজকান্ডে হলুদ হতে তামাটে দাগ দেখা যায়। আক্রান্ত বীজ কান্ডে ছত্রাকের ঘন আবরণ দেখা যায়। এক সময় বীজকান্ড ভেঙ্গে যায়। একধরণের ছত্রাকের আক্রমণে এ রোগ হয়। |
হোয়াইট রট | ছত্রাক
| পাতা , কান্ডের গোঁড়ায় | এ রোগের আক্রমণে পুরাতন পাতা হলুদ হয়ে নেতিয়ে পড়ে। শিকড় ও কন্দের বাইরের আবরণে পচন ধরে। একধরণের ছত্রাকের আক্রমণে এ রোগ হয়। |