ফসল | রোগের নাম | রোগের কারণ | ফসলের যে অংশে আক্রমণ করে | প্রধান ক্ষতির লক্ষণ |
---|
পটল | পটলের গামি স্টেম ব্লাইট | - | আগা , কাণ্ড , পাতা , সব , ফল , শিকড় , ফুল , কান্ডের গোঁড়ায় , বীজ | পাতায় পানি ভেজা দাগ দেখা যায়। ব্যপক আক্রমনে পাতা পচে যায়। কান্ড ফেটে লালচে আঠা বের হয়।
|
পটল | পটলের গামি স্টেম ব্লাইট | - | আগা , কাণ্ড , ডগা , সব , ফল , বীজ | এ রোগ হলে পাতায় পানি ভেজা দাগ দেখা যায়। ব্যপক আক্রমনে পাতা পচে যায়। কান্ড ফেটে লালচে আঠা বের হয়। |
পটল | পটলের শুটি মোল্ড | - | আগা , কাণ্ড , পাতা , কচি পাতা , সব , ফল , শিকড় , বীজ | আক্রান্ত পাতা ও গাছে গায়ে কাল রংগের কালির মত ময়লা দেখা যায়। সাদা মাছি বা স্কেল পোকার আক্রমণে সুটি মোল্ড ছত্রাক এ রোগ ছড়ায়।
|
পটল | পটলের শুটি মোল্ড | - | আগা , কাণ্ড , ডগা , সব , ফল , ফুল , কান্ডের গোঁড়ায় , বীজ | আক্রান্ত পাতা ও গাছে গায়ে কাল রংগের কালির মত ময়লা দেখা যায়। সাদা মাছি বা স্কেল পোকার আক্রমণে সুটি মোল্ড ছত্রাক এ রোগ ছড়ায়। |
পটল | পটলের মোজাইক রোগ | - | আগা , কাণ্ড , ফল , ফুল , কান্ডের গোঁড়ায় | এ রোগ হলে গাছে হলুদ ও গাঢ় সবুজ ছোপ ছোপ মোজাইক করা পাতা দেখা দেয়।
|
ভুট্টা | আদার কন্দপচা রোগ | পিথিয়াম এফানিডারমেটাম ছত্রাক | আগা , কাণ্ড , ডগা | ক্ন্দ পচে যায়, গাছ হলুদ থেকে লালচে হয়ে মারা যায় । |
আলু | আলুর মড়ক বা নাবী ধ্বসা (লেইট ব্লাইট) | Phytophtora infestans নামক ছত্রাক | আগা , কাণ্ড , পাতা , ডগা , কচি পাতা , ফল , শিকড় , কান্ডের গোঁড়ায় | আক্রমনে প্রথমে পাতায় ছোপ ছোপ বা ভেজা ভেজা ফ্যাকাসে গোলাকার বা এলোমেলো দাগ দেখা দেয় । গাছের কান্ড এবং টিউবারেও রোগের আক্রমন দেখা যায় । পাতার নিচে সাদা সাদা পাউডারের মত ছত্রাক দেখা যায় ।পাতার উপরে বাদামি দাগ গুলো বেড়ে বৃত্তাকার রেখার সৃষ্টি করে পরে পাতা ও কান্ড শুকিয়ে যায়।এসময় মনে হয় যেন জমির ফসল পুড়ে গেছে। কম তাপমাত্রা এবং কুয়াশাযুক্ত আবহাওয়ায় আক্রান্ত গাছের পুরো লতাপাতা ও কান্ড পচে যায় এবং ২-৩ দিনের মধ্যেই সমস্ত গাছই মেরে ফেলতে পারে । আক্রান্ত ক্ষেতে পাতা পচার পোড়া গন্ধ পাওয়া যায় । |
পাট | আগা শুকিয়ে যাওয়া রোগ (Die Back) | ছত্রাক | আগা , ডগা , কচি পাতা | মূলত তোষা ও কেনাফ পাটে এ রোগ দেখা যায়। খরার পর ঝড়ে বা অন্য কোন কারণে গাছে আঘাত লাগলে এ রোগ বেশি হতে পারে। এ রোগে আক্রান্ত অংশ বাদামী রং ধারণ করে এবং পাটের আগা থেকে নিচের দিকে শুকাতে আরম্ভ করে। ফুল আসার পর এ রোগ দেখা দেয়।
|
টমেটো | মোজাইক রোগ | ভাইরাস | আগা , পাতা , ডগা , কচি পাতা , ফুল | আক্রান্ত গাছের পাতা স্বাভাবিক সবুজ রঙ হারিয়ে হালকা সবুজ কিংবা ফ্যাকাশে হলুদ রঙের বিভিন্ন আকৃতির ছোপ ছোপ রঙ ধারণ করে আক্রান্ত বেশি হলে পাতা শুকিয়ে যায়। চারা অবস্থায় গাছ আক্রান্ত বেশি হলে খর্বাকৃতির হয় বা মরে যায়। আক্রান্ত গাছে ফুল ও ফল কম হয়। |