ফসল | পোকামাকড় নাম | ফসলের যে অংশে আক্রমণ করে | পোকামাকড় চেনার উপায় | প্রধান ক্ষতির লক্ষণ |
---|
কলা | কলার পাতা ও ফলের বিটল | পাতা , কচি পাতা , ফল , ফুল | পূর্ণবয়স্ক পোকা ৪.০-৪.৫ মিমি লম্বা, ২.০ মিমি চওড়া। মাথা রং বাদামি, উপরের আবরণ কোন প্রজাতির বাদামী, কোনটা নীলচে সবুজ। | বয়স্ক পোকা কুরে কুরে খাওয়ায় পাতার ও ফলের উপর সরু লম্বা দাগ পড়ে। কলার মোচা বের হলে পাতা ছেড়ে কচি কলা আক্রমণ করে।এর আক্রমণে ফলের খাদ্যমান ও উৎপাদন তেমন ব্যহত হয়না ।কীড়া শিকড় খায়। |
ফুল কপি | ফুলকপির সরুই পোকা (ডায়ামন্ড ব্যাক মথ) | কাণ্ড , পাতা , কচি পাতা , ফল | - | ডিম থেকে কীড়া বের হয়ে পাতায় একত্রে গাদা করে থাকে এবং পাতার সবুজ অংশ খেয়ে পাতা জালের মত হয়ে যায় পাতায় অনেক কীড়া দেখা যায় । কয়েক দিনের মধ্যে এরা ক্ষেতে ছড়িয়ে পড়ে এবং বড় বড় ছিদ্র করে পাতা খেয়ে ফেলে । |
ফুল কপি | কপির মাথা খেকো লেদা পোকা | ফল | এ পোকার ডিমগুলো গাদা করে ছাদের টাইলসের মত একটির উপর একটি সাজানো থাকে। কীড়ার মাথা লাল এবং হালকা থেকে হলুদাভ সবুজ বর্ণের। শরীরের পিঠের দিকে লম্বালম্বিভাবে সমান্তরাল তিনটি ডোরা দাগ থাকে। শরীরের উভয় পাশে দুটি লম্বালম্বি দাগ থাকে। | এক সাথে অনেকগুলো কীড়া কপির বর্ধনশীল অংশ খেয়ে ফেলে। ফলে কপির মাথা নষ্ট হয় এবং খাওয়ার অনুপযোগী হয়। পাতার সবুজ অংশ খেয়ে বড় হতে থাকে । এভাবে খাওয়ার ফলে পাতা জালের মত হয়ে যাওয়া পাতায় অনেক কীড়া দেখতে পাওয়া যায় । কয়েক দিনের মধ্যে এরা ক্ষেতে ছড়িয়ে পড়ে এবং বড় বড় ছিদ্র করে পাতা খেয়ে ফেলে । |
পটল | পটলের কাঁটালে/ কাঁঠালে পোকা | কাণ্ড , পাতা , ডগা , ফল , শিকড় , ফুল | - | পূর্ণ বয়স্ক বিটল ও গ্রাব উভয়েই পাতা খায় । আক্রন্ত পাতা ঝাঁঝরা করে, পরে পাতা শুকিয়ে যায় এবং ঝরে পাড়ে
|
পটল | পটলের সাদা মাছি পোকা | আগা , পাতা , ডগা , সব , ফল , শিকড় , কান্ডের গোঁড়ায় | - | পূর্ণ বয়স্ক ও বাচ্চা উভয়ই ক্ষতি করে । চারা গাছ থেকে শুরু করে শেষ পর্যন্ত এরা পাতার রস খায় । আক্রান্ত পাতা বিবর্ণ হয় ।পাতা কুকড়ে যায়।
|
পটল | পটলের থ্রিপস পোকা | পাতা , ডগা , সব , ফল , ফুল | - | পোকা গাছের কচি পাতা ও ফুলের রস শুষে খেয়ে গাছকে দুর্বল করে ফেলে ও ফল ধরেনা । এরা কচি ফলেও আক্রমণ করে তাই ফল বড় হলে ফলের উপর দাগ দেখা যায়। |
বেগুন | ডগা ও ফল ছিদ্রকারী পোকা | ডগা , ফল | ছোট আকারের মথ , ৮-১২ মি মি লম্বা সাদা রং এর দুই জোড়া পাখাতে ছিট ছিট বাদামি দাগ থাকে, স্ত্রী মথ একটু বড়
| ডগা ও ফল ছিদ্র করে কুড়ে খায়। আক্রান্ত ডগা ঢলে পড়ে শুকিয়ে যায় । ফলে আক্রমন হলে তা খাওয়ার অনুপযোগী হয়ে যায় |
মসুর | ফল ছিদ্রকারী পোকা | কাণ্ড , পাতা , ফল , ফুল | কচি পতা, ফুল ও ডগা কীড়ায় আক্রমণ করে। ফল বাড়ার সময়ে কীড়া ফল ছিদ্র কওে নরম অংশ খায়।
| - |
মসুর | জাব পোকা | আগা , পাতা , ফল , ফুল | - | পাতা, ফুল ও কচি ফলের রস চুষে খায়
|
কচু | ফল ছিদ্রকারী পোকা | ফল , ফুল | - | কচি পতা, ফুল ও ডগা কীড়ায় আক্রমণ করে। ফল বাড়ার সময়ে কীড়া ফল ছিদ্র কওে নরম অংশ খায়। |
সয়াবিন | সয়াবিনের স্টিং বাগ পোক | পাতা , ফল | - | এ পোকা কচি পাতা ও ফলের রস সুসে খেয়ে ক্ষতি সাধন করে । |
সয়াবিন | সয়াবিনের পাতা মোড়ানো পোকা | ফল | - | এ পোকা সয়াবিনের ফল ছিদ্র করে ক্ষতি করে । |
সয়াবিন | সয়াবিনের ফলছিদ্রকারী পোকা | ফল | - | এ পোকা সয়াবিনের ফল ছিদ্র করে ক্ষতি করে । |
মিষ্টি আলু | মিষ্টি আলুর উইভিল পোকা | পাতা , ডগা , ফল , কান্ডের গোঁড়ায় | পূর্ণ বয়স্ক পোকা প্রায় ৬ মিমি লম্বা ; ১∙৪ মিমি চওড়া । মাথায় শুঁড়ের মতো একটি মুখাংশ আসে । মাথা ও শাখার উপরি ভাগ গাঢ় নীল চোখ এবং পা উজ্জল লাল- কমলা বর্ণের | পাতা খেয়ে ছিদ্র করে এবং লতার ভিতরে ঢুকে কচি অংশ খেয়ে গাছ মেরে ফেলে। জীড়া কন্দমূলের / মিষ্টি ভিতরে আঁকাবাঁকা সুড়ং করে খাবার অযোগ্য করে । |
আলু | মাঠের বড় কালো ইদুর | কাণ্ড , ফল | ইদুরের চলাচলের পথ ও গর্ত পর্যবেক্ষন করুন। # ক্ষেতে মোটা ডাল পুতে প্যাঁচা বসার ব্যবস্থা করুন। | গাছের কান্ড কেটে ফেলে। আলু খেয়ে নষ্ট করে |