রোগের তথ্য

ফসল রোগের নাম রোগের কারণ ফসলের যে অংশে আক্রমণ করে প্রধান ক্ষতির লক্ষণ
কলা কৃমি রোগ কৃমি শিকড় , কান্ডের গোঁড়ায় শিকড় ক্ষত করে, কা দিয়ে ছত্রাক ও ব্যাকটেরিয়া ঢুকে কালো হয়ে পচে যায়। গাছ দূর্বল হয়। ঝড় বাদলে গাছ উপড়ে পরে।
ফুল কপি ফুলকপির গোড়া পচা রোগ পিথিয়াম, ফাইটোপথোরা, রাইজোকটোনা সোলানি, স্কেলোরিসিয়াম প্রজাতির ছত্রাক শিকড় , কান্ডের গোঁড়ায় চারার গোড়া বা শিকড় পচে ঢলে পড়ার মাধ্যমে এ রোগের লক্ষণ প্রকাশ পায়। অঙ্কুরোদগমের বীজ পচে যায় বা গজালেও হঠাৎ করে চারা মরে যায়। আক্রান্ত চারার গোড়ার চারদিকে বাদামি বর্ণের পানিভেজা দাগ দেখা যায় । আক্রমণের দুই দিনের মধ্যে চারা গাছটি ঢলে পড়ে ও আক্রান্ত অংশে তুলারমতো সাদা মাইসেলিয়াম দেখা যায় ও অনেক সময় সরিষার মত ছত্রাকের অনুবীজ পাওয়া যায় স্যা৺তস্যা৺তে মাটি ও মাটির উপরিভাগ শক্ত হলে রোগের প্রকোপ বাড়ে । রোগটি মাটিবাহিত বিধায় মাটি, আক্রান্ত চারা ও পানির মাধ্যমে বিস্তার লাভ করে । চারা টান দিলে সহজে মাটি থেকে উঠে আসে।
পটল পটলের শুটি মোল্ড - আগা , কাণ্ড , ডগা , সব , ফল , ফুল , কান্ডের গোঁড়ায় , বীজ আক্রান্ত পাতা ও গাছে গায়ে কাল রংগের কালির মত ময়লা দেখা যায়। সাদা মাছি বা স্কেল পোকার আক্রমণে সুটি মোল্ড ছত্রাক এ রোগ ছড়ায়।
মসুর গোড়া পচা রোগ স্কেলেরোসিয়াম রলফসি ছত্রাক কান্ডের গোঁড়ায় আক্রান্ত গাছ হলুদ রঙ ধারণ করে ,পরে গাছ ঢলে পরে শুকিয়ে যায়।
কচু গোড়া পচা রোগ স্কেলেরোসিয়াম রলফসি ছত্রাক কান্ডের গোঁড়ায় আক্রান্ত গাছ হলুদ রঙ ধারণ করে ,পরে গাছ ঢলে পরে শুকিয়ে যায়।
পেঁয়াজ পেঁয়াজের গলা ও কন্দ পঁচা রোগ ছত্রাক কাণ্ড , কান্ডের গোঁড়ায় পেঁয়াজের পাতা হালকা সবুজ হতে হলুদ রং ধারণ করে এবং আগা থেকে পাতা শুকাতে থাকে। এক সময় গোড়ায় পানি ভেজা পঁচন দেখা যায় এবং অনেক সময় গাছ গোড়ায় ভেঙ্গে যায়।
পেঁয়াজ পেঁয়াজের ড্যাম্পিং অফ রোগ ছত্রাক কাণ্ড , কান্ডের গোঁড়ায় চারার গোড়া পঁচে যায়। চারা নেতিয়ে পড়ে ।
সয়াবিন সয়াবিনের উইল্ট রোগ ছাত্রাক পাতা , কান্ডের গোঁড়ায় পাতাগুলো আস্তে আস্তে হলুদ হয়ে যায়।গাছ মরে যেতে দেখা যায়। গাছের গোড়ায় পচা টিস্যু দেখা যায় ।
পেঁয়াজ হোয়াইট রট ছত্রাক পাতা , কান্ডের গোঁড়ায় এ রোগের আক্রমণে পুরাতন পাতা হলুদ হয়ে নেতিয়ে পড়ে। শিকড় ও কন্দের বাইরের আবরণে পচন ধরে। একধরণের ছত্রাকের আক্রমণে এ রোগ হয়।
টমেটো নাবী ধ্বসা বা লেট ব্লাইট বা মড়ক
ছত্রাক কাণ্ড , পাতা , কান্ডের গোঁড়ায় পাতার উপর ফ্যাকাশে অথবা ফিকে সবুজ রঙের গোলাকার অথবা এলোমেলো পানি ভেজা দাগ পড়ে। কুয়াশাছন্ন মেঘলা আবহাওয়ায় দাগ সংখ্যা ও আকার দ্রুত বাড়তে থাকে। গাছের পাতা ও কাণ্ড বাদামী থেকে কালচে আকার ধরণ করে। আক্রমণের তীব্রতা বেশি হলে গাছের কাণ্ড ও সবুজ ফলেও রোগের লক্ষণ প্রকাশ পায়। রোগের লক্ষণ দেখা দেবার ৩-৪ দিনের মধ্যে গাছ ঝলসে যায় ও দ্রুত মহামারি আকারে ছড়িয়ে পড়ে।