ক্যাটাগরি

ফসলের রোগ



ফসলের জাত পরিচিত

ফসলের পোকামাকড়

সেচ ব্যবস্থাপনা

আবহাওয়া ও দূর্যোগ ব্যবস্থাপনা

চাষপদ্ধতি

বীজ উৎপাদন ও সংরক্ষণ

মৃত্তিকা ও সার ব্যবস্থাপনা

ফসল সংগ্রহ ও সংরক্ষণ

আগাছা ব্যবস্থাপনা

বীজ ও বীজতলা

খামার যন্ত্রপাতি

কৃষি উপকরণ

ফসলের পুষ্টি মান

বাজারজাতকরণ

রোগের তথ্য

ফসল রোগের নাম রোগের কারণ ফসলের যে অংশে আক্রমণ করে প্রধান ক্ষতির লক্ষণ
পটল পটলের গামি স্টেম ব্লাইট - আগা , কাণ্ড , পাতা , সব , ফল , শিকড় , ফুল , কান্ডের গোঁড়ায় , বীজ পাতায় পানি ভেজা দাগ দেখা যায়। ব্যপক আক্রমনে পাতা পচে যায়। কান্ড ফেটে লালচে আঠা বের হয়।
পটল পটলের গামি স্টেম ব্লাইট - আগা , কাণ্ড , ডগা , সব , ফল , বীজ এ রোগ হলে পাতায় পানি ভেজা দাগ দেখা যায়। ব্যপক আক্রমনে পাতা পচে যায়। কান্ড ফেটে লালচে আঠা বের হয়।
পটল পটলের শুটি মোল্ড - আগা , কাণ্ড , পাতা , কচি পাতা , সব , ফল , শিকড় , বীজ আক্রান্ত পাতা ও গাছে গায়ে কাল রংগের কালির মত ময়লা দেখা যায়। সাদা মাছি বা স্কেল পোকার আক্রমণে সুটি মোল্ড ছত্রাক এ রোগ ছড়ায়।
পটল পটলের ডাউনি মিলডিউ - কাণ্ড , সব , ফল , ফুল , কান্ডের গোঁড়ায় বয়স্ক পাতায় এ রোগ প্রথম দেখা যায়। আক্রান্ত পাতায় গায়ে সাদা বা হলদে থেকে বাদামী রংগের তালির মত দাগ দেখা যায়। ধীরে ধীরে অন্যান্য পাতায় ছড়িয়ে পড়ে
পটল পটলের শুটি মোল্ড - আগা , কাণ্ড , ডগা , সব , ফল , ফুল , কান্ডের গোঁড়ায় , বীজ আক্রান্ত পাতা ও গাছে গায়ে কাল রংগের কালির মত ময়লা দেখা যায়। সাদা মাছি বা স্কেল পোকার আক্রমণে সুটি মোল্ড ছত্রাক এ রোগ ছড়ায়।
পটল পটলের মোজাইক রোগ - আগা , কাণ্ড , ফল , ফুল , কান্ডের গোঁড়ায় এ রোগ হলে গাছে হলুদ ও গাঢ় সবুজ ছোপ ছোপ মোজাইক করা পাতা দেখা দেয়।
আলু শুকনা পচা রোগ Fusarium spp ছত্রাক কাণ্ড আলুর গায়ে কিছুটা গভীর বাদামী চক্রাকার দাগ পড়ে । আলুর ভিতরে গর্ত হয়ে যায়। প্রথম পচন যদিও ভিজা থাকে, পরে তা শুকিতে শক্ত হয়ে যায় । আক্রান্ত অংশে গোলাকার ভাজ এবং কখনো কখনো ঘোলাটে সাদা ছত্রাক জালিকা দেখা যায় ।