ক্যাটাগরি

ফসলের রোগ



ফসলের জাত পরিচিত

ফসলের পোকামাকড়

সেচ ব্যবস্থাপনা

আবহাওয়া ও দূর্যোগ ব্যবস্থাপনা

চাষপদ্ধতি

বীজ উৎপাদন ও সংরক্ষণ

মৃত্তিকা ও সার ব্যবস্থাপনা

ফসল সংগ্রহ ও সংরক্ষণ

আগাছা ব্যবস্থাপনা

বীজ ও বীজতলা

খামার যন্ত্রপাতি

কৃষি উপকরণ

ফসলের পুষ্টি মান

বাজারজাতকরণ

রোগের তথ্য

ফসল রোগের নাম রোগের কারণ ফসলের যে অংশে আক্রমণ করে প্রধান ক্ষতির লক্ষণ
রসুন রসুনের পার্পল ব্লচ রোগ ছত্রাক কাণ্ড , পাতা এ রোগের আক্রমনে পাতায় ও বীজকান্ডে পানি ভেজা তামাটে, বাদামি বা হালকা বেগুনি রংয়ের দাগ দেখা যায়।আক্রান্ত পাতা উপর থেকে মরে আসে। এক সময় পাতা / গাছ ভেঙ্গে যায়।
রসুন রসুনের আগা মরা রোগ ছত্রাক পাতা পাতার আগায় প্রথমে পানিভেজা সাদা দাগ দেখা যায়। ধীরে ধীরে তা বাড়তে থাকে এবং আগা মরে শুকিয়ে সাদা হয়ে যায়।
রসুন রসুনের ডাউনি মিলডিউ ছত্রাক পাতা বয়স্ক পাতায় এ রোগ প্রথম দেখা যায়। আক্রান্ত পাতায় গায়ে সাদা বা হলদে থেকে বাদামী রংগের তালির মত দাগ দেখা যায়। ধীরে ধীরে অন্যান্য পাতায় ছড়িয়ে পড়ে ।
পটল পটলের গামি স্টেম ব্লাইট - আগা , কাণ্ড , পাতা , সব , ফল , শিকড় , ফুল , কান্ডের গোঁড়ায় , বীজ পাতায় পানি ভেজা দাগ দেখা যায়। ব্যপক আক্রমনে পাতা পচে যায়। কান্ড ফেটে লালচে আঠা বের হয়।
পটল পটলের গামি স্টেম ব্লাইট - আগা , কাণ্ড , ডগা , সব , ফল , বীজ এ রোগ হলে পাতায় পানি ভেজা দাগ দেখা যায়। ব্যপক আক্রমনে পাতা পচে যায়। কান্ড ফেটে লালচে আঠা বের হয়।
পটল পটলের শুটি মোল্ড - আগা , কাণ্ড , পাতা , কচি পাতা , সব , ফল , শিকড় , বীজ আক্রান্ত পাতা ও গাছে গায়ে কাল রংগের কালির মত ময়লা দেখা যায়। সাদা মাছি বা স্কেল পোকার আক্রমণে সুটি মোল্ড ছত্রাক এ রোগ ছড়ায়।
পটল পটলের ডাউনি মিলডিউ - কাণ্ড , সব , ফল , ফুল , কান্ডের গোঁড়ায় বয়স্ক পাতায় এ রোগ প্রথম দেখা যায়। আক্রান্ত পাতায় গায়ে সাদা বা হলদে থেকে বাদামী রংগের তালির মত দাগ দেখা যায়। ধীরে ধীরে অন্যান্য পাতায় ছড়িয়ে পড়ে
পটল পটলের শুটি মোল্ড - আগা , কাণ্ড , ডগা , সব , ফল , ফুল , কান্ডের গোঁড়ায় , বীজ আক্রান্ত পাতা ও গাছে গায়ে কাল রংগের কালির মত ময়লা দেখা যায়। সাদা মাছি বা স্কেল পোকার আক্রমণে সুটি মোল্ড ছত্রাক এ রোগ ছড়ায়।
পটল পটলের মোজাইক রোগ - আগা , কাণ্ড , ফল , ফুল , কান্ডের গোঁড়ায় এ রোগ হলে গাছে হলুদ ও গাঢ় সবুজ ছোপ ছোপ মোজাইক করা পাতা দেখা দেয়।
বেগুন কান্ড ও ফল পচা রোগ Phomopsis vexans নামক ছত্রাক কাণ্ড , ফল চারা গাছের কান্ডের গোড়ার দিকে বাদামি ক্ষত দেখা যায় ও গাছ বড় হলে ফলের গায়ে হালকা বাদামি ক্ষত দেখা যায়। প্রথমে মাটি বরাবর গাছের গোড়ায় প্রথমে সবুজাভ জলবসা দাগ দেখা যায়। এই দাগ কান্ডকে ঘিরে ফেলে। এরপর গাছ নেতিয়ে পড়ে ও গাছ মারা যায়। ফলন্ত গাছে আক্রমণ হলে ফল পঁচে যায়।
মসুর এনথ্রাাকনোস রোগ কলিট্রোট্যিকাম ছত্রাক কাণ্ড , পাতা ফুল আসার সুটে আকর্ষী বা প্রধান কান্ডে ৮-১০টি পর্ব বা গিট তৈরি হয় তখন এরাগ দেখা দেয়্ নিচের পত্র ফলকে চকলেট রঙের প্যাকাশে রঙওে দাগ দেকা যায়। আক্রমন বেশি হলে পাতা ঝওে পড়ে। কান্ডে বাদামি রঙের কাল সীমা দেয় ছোট ছোট দাগ দেখা যায়।
মসুর মরিচা রোগ/ রাষ্ট ্ইউরোমাইসিস ভিসিয়া ফোবি ছত্রাক কাণ্ড , পাতা , ফুল পাতায় বিভিন্নআকারের ছোট ছোট মরিচা রঙের গুটি দেখা যায়। পওে তা বাদামি ও কালো রঙ ধারণ করে।
মসুর গোড়া পচা রোগ স্কেলেরোসিয়াম রলফসি ছত্রাক কান্ডের গোঁড়ায় আক্রান্ত গাছ হলুদ রঙ ধারণ করে ,পরে গাছ ঢলে পরে শুকিয়ে যায়।
মসুর ঝলসানো রোগ/ স্ট্যামফাইলিয়াম ব্লাইট স্ট্যামফাইলিয়াম প্রজাতিরছত্রাক কাণ্ড , পাতা আক্রান্ত গাছ বাদামি রঙ ধারণ করে
কচু এনথ্রাাকনোস রোগ কলিট্রোট্যিকাম ছত্রাক কাণ্ড , পাতা , ডগা ফুল আসার সুটে আকর্ষী বা প্রধান কান্ডে ৮-১০টি পর্ব বা গিট তৈরি হয় তখন এরাগ দেখা দেয়্ নিচের পত্র ফলকে চকলেট রঙের প্যাকাশে রঙওে দাগ দেকা যায়। আক্রমন বেশি হলে পাতা ঝওে পড়ে। কান্ডে বাদামি রঙের কাল সীমা দেয় ছোট ছোট দাগ দেখা যায়।
< প্রথম 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 শেষ >